বঙ্গে বিজেপির টিকিট চেয়ে আবেদনের হিড়িক, জমা পড়ল নামের তালিকা

কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের জন্য বিজেপির হয়ে প্রার্থী হতে চান ৩৫০ জন। দরখাস্ত অবশ্য জমা পড়েছিল হাজার হাজার। বিজেপির রাজ্য নেতারা তার মধ্যে থেকে মাত্র ৩৫০ জনকে বাছতে পেরেছেন। এর থেকে আর কমানো যাচ্ছে না বলেই জানিয়েছেন রাজ্য বিজেপির এক প্রথম সারির নেতা। তাই মোট ৩৫০ জনের নামের তালিকা নিয়ে সোমবার দিল্লি যাচ্ছে

বঙ্গে বিজেপির টিকিট চেয়ে আবেদনের হিড়িক, জমা পড়ল নামের তালিকা

কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের জন্য বিজেপির হয়ে প্রার্থী হতে চান ৩৫০ জন। দরখাস্ত অবশ্য জমা পড়েছিল হাজার হাজার। বিজেপির রাজ্য নেতারা তার মধ্যে থেকে মাত্র ৩৫০ জনকে বাছতে পেরেছেন। এর থেকে আর কমানো যাচ্ছে না বলেই জানিয়েছেন রাজ্য বিজেপির এক প্রথম সারির নেতা। তাই মোট ৩৫০ জনের নামের তালিকা নিয়ে সোমবার দিল্লি যাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷

ওই ৩৫০ জনের মধ্যে থেকে কেন্দ্রীয় নেতৃত্ব ৪২ জন প্রার্থীর নাম চূড়ান্ত করবে৷ তবে, কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে ওই ৩৫০ জনের বাইরে অন্য নামও প্রার্থী তালিকায় স্থান পেতে পারে । ওই তালিকা দিল্লিতে জমা পড়ার পর পরবর্তীক্ষেত্রে সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে বৈঠকেই ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি হবে । লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনের হালহকিকৎ নিয়ে বিভিন্ন বিধানসভা এলাকার মণ্ডলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক শুরু করে দিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

এলাকায় গিয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথাও শুনছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা । ইতিমধ্যেই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের এন্টালি বিধানসভা এলাকায় দলের এন্টালি পশ্চিম মণ্ডলের নেতা কর্মীদের সঙ্গে সংগঠন নিয়ে আলোচনা করেন কৈলাশ বিজয়বর্গীয় । উপস্থিত ছিলেন দলের উত্তর কলকাতা জেলার সভাপতি দীনেশ পাণ্ডে, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রমুখ। এরপর বেলেঘাটা বিধানসভা এলাকায় দলের উত্তর ও পশ্চিম মণ্ডলের কর্মীদের সঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তিনি । সংগঠনের অবস্থার হালহকিকৎ জানেন । কীভাবে কাজ করতে হবে তা নিয়ে পরামর্শও দেন কৈলাশ বিজয়বর্গীয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 6 =