নয়াদিল্লি: আজম খানের অশালীন মন্তব্যের প্রেক্ষিতে জয়প্রদার পাশে দাঁড়িয়ে সরব হলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এনিয়ে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে উদ্দেশে একটি ট্যুইট করে গোটা ঘটনাটিকে মহাভারতের বস্ত্রহরণ পর্বের সঙ্গে তুলনা করেন তিনি।
রবিবার এক নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখার সময় নাম না করে জয়াপ্রদাকে অশালীন ভাষায় আক্রমণ করেন আজম খান। সেই প্রসঙ্গের উল্লেখ করে ট্যুইটে সুষমা লেখেন, ‘মুলায়ম ভাই, আপনি সমাজবাদী পার্টির কাছে পিতার মতো। আপনার সামনে রামপুরের দ্রৌপদীর বস্ত্রহরণ করা হল। মহাভারতের পিতামহ ভীষ্মের মতো নীরব থাকার ভুল করবেন না আপনি।’
মুলায়ম সিং যাদবের উদ্দেশে করা ট্যুইটে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদব ও অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চনকেও ট্যাগ করেন তিনি। আজম খানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানোর পাশাপাশি সমাজবাদী পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতার সমালোচনায় সরব হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নিজের ‘নিচু মানসিকতার’ কারণেই আজম খান এই ধরনের মন্তব্য করেছেন বলে জানান আদিত্যনাথ। পাশাপাশি, গোটা বিষয়টি নিয়ে নীরব থাকার জন্য সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও বসপা প্রধান মায়াবতীর সমালোচনাও করেন তিনি। এক ট্যুইটে যোগী লেখেন, ‘জয়াপ্রদার সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তা থেকে আজম খানের মানসিকতার পরিচয় পাওয়া যায়। এই ঘটনায় অখিলেশ যাদবের নীরবতা অত্যন্ত লজ্জাজনক।