রেলমন্ত্রীকে চিঠি ক্ষুব্দ মমতার, কী অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: রেলে পণ্য করিডরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, লুধিয়ানা থেকে মোগলসরাই পর্যন্ত ১১৯২ কিলোমিটার পথে করিডর তৈরির কাজ করছে রেল নিজে৷ মোগলসরাই থেকে বিহারে সোননগর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ১৬২ কিলোমিটার পথে কাজও করবে রেল৷ কিন্তু, সোননগর থেকে ডানকুনি পর্যন্ত ৫২৮ কিলোমিটার পথে পিপিপি মডেলে

c85f78288f45aa1e252933599d18e68c

রেলমন্ত্রীকে চিঠি ক্ষুব্দ মমতার, কী অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: রেলে পণ্য করিডরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, লুধিয়ানা থেকে মোগলসরাই পর্যন্ত ১১৯২ কিলোমিটার পথে করিডর তৈরির কাজ করছে রেল নিজে৷ মোগলসরাই থেকে বিহারে সোননগর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ১৬২ কিলোমিটার পথে কাজও করবে রেল৷ কিন্তু, সোননগর থেকে ডানকুনি পর্যন্ত ৫২৮ কিলোমিটার পথে পিপিপি মডেলে কাজ করা হবে বলে জানিয়েছে রেল৷  ফলে তৃতীয় পর্যায়ের কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান মমতা৷

মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য ৭০% অধিগ্রহণ করেছে রাজ্য সরকার৷  জমিহস্তান্তর করা হয়েছে৷ দু’টি পর্যায়ে কাজ যেখানে রেলমন্ত্র সরাসরি নিজে করছে সেখানে তৃতীয় পর্যায়ে বাংলার কাজটি কেন রেল নিজে করছে না, তা নিয়ে অভিযোগ করেন তিনি এই বিষয়ে রেলমন্ত্রীকে বিবেচনা করার আর্জি জানান মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *