কলকাতা: প্রদেশ কংগ্রেস দপ্তরে তাঁর নামে বিক্ষোভের জেরে সভাপতি রাহুল গান্ধীকে নালিশ জানালেন আব্দুল মান্নান। বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা থেকেও অব্যাহতি চেয়ে বস্তুত প্রদেশ সভাপতি সোমেন মিত্রকে বিঁধেছেন এই বর্ষীয়ান নেতা।
বুধবার প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকের দিন বিধানভবনে একদল কংগ্রেস কর্মী মান্নানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। চাঁপদানির বিধায়ক মান্নানের জেলা হুগলির কিছু কংগ্রেস কর্মী তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। পোস্টারও সেঁটে দেন বিক্ষোভকারীরা। নির্বাচনী কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও সেই সময় পর্যন্ত তিনি সেখানে পৌঁছননি। কিন্তু সেই বিক্ষোভের সময় প্রদেশ কংগ্রেস সভাপতি বিধানভবনেই ছিলেন। বৃহস্পতিবার মান্নান ঘনিষ্ঠদের দাবি, প্রদেশ নেতৃত্বের মদতেই ওই বিক্ষোভ হয়েছে। মান্নানের ক্ষোভের কথা দলের অন্দরের কোন্দলকে ফের বেআব্রু করে দিল। ফলে, আসন্ন লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামার যে বার্তা রাহুল দিয়েছিলেন, তার সম্ভাবনা ক্ষীণতর হল বলেই রাজনৈতিক মহলের ধারণা।