ডেঙ্গু রুখতে বাংলাদেশের সঙ্গে কথা বলুক রাজ্য, ডেঙ্গু তথ্যে মুখ্যমন্ত্রীকে খোঁচা

কলকাতা: ডেঙ্গু বিতর্কে অবশেষে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরেন তিনি৷ তুলে ধরেন বাংলাদেশের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা৷ মুখ্যমন্ত্রীর পরিসংখ্যান প্রসঙ্গে পাল্টা কটাক্ষ কংগ্রেস-বাম নেতৃত্বের৷ শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ১০ হাজার ৫০০ জন৷ রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে ১৭

ডেঙ্গু রুখতে বাংলাদেশের সঙ্গে কথা বলুক রাজ্য, ডেঙ্গু তথ্যে মুখ্যমন্ত্রীকে খোঁচা

কলকাতা: ডেঙ্গু বিতর্কে অবশেষে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরেন তিনি৷ তুলে ধরেন বাংলাদেশের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা৷ মুখ্যমন্ত্রীর পরিসংখ্যান প্রসঙ্গে পাল্টা কটাক্ষ কংগ্রেস-বাম নেতৃত্বের৷

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ১০ হাজার ৫০০ জন৷ রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে ১৭ জনের৷ বেসরকারি হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে৷ ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকার সমস্ত ধরনের পদক্ষেপ নিচ্ছে৷ এই নিয়ে রাজনীতি ঠিক নয় বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷

এদিন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিধানসভায় দাঁড়িয়ে বলেন, মুখ্যমন্ত্রী ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর যে সংখ্যা দিচ্ছেন, তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই৷ সরকার অনুগ্রহ করে বাস্তব সংখ্যাটি জানাক৷ এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, চন্দ্রিমা আমাকে যে তথ্য দিয়েছে সেটি সরকারি রিপোর্ট৷ আমি বেসরকারি রিপোর্টের যুক্ত করে দিয়েছি৷ বাংলাদেশে এই মুহূর্তে ৫০ হাজার মানুষ আক্রান্ত৷ আমরা ডেঙ্গু প্রতিকারে বিশেষ ব্যবস্থা নিয়েছি৷ বাংলায় ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের দায়িত্ব আছে৷ তাঁরা যেন মানুষকে সচেতন করেন৷ এছাড়া মুখ্যমন্ত্রী এদিন বলেন, গোটা রাজ্যে এই মুহূর্তে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে৷ রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী মন্তব্যের পরই কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানান, বাংলাদেশ থেকে রাজ্যে ডেঙ্গু ডুকছে৷ ফলে অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা৷ কারণ মুখ্যমন্ত্রী বাংলাদেশের পরিসংখ্যান তুলে ধরছেন৷ এটা উদ্বেগজনক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =