‘বামেদের কাটমানি খাওয়া নেতারাই এখন তৃণমূলের সম্পদ’

কলকাতা: কাটমানি বিড়ম্বনা থামছে না৷ কাটমানি ইস্যুতে দলবদল করা বাম নেতাদের কাঠগড়ায় তুললেন দলের প্রবীণ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়৷ কাটমানি বিতর্কে একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কাটমানি সমস্যার সূত্রপাত বাম আমলের শেষের দিকে৷ বামেদের শেষ পাঁচ বছর পঞ্চায়েতগুলিতে কিছু দুর্নীতিগ্রস্ত নির্বাচিত সদস্য দুর্নীতিতে যুক্ত হয়ে পড়ে৷ দল সেই সময়

d58fdecf1ec4b61d911c90948fbbccb5

‘বামেদের কাটমানি খাওয়া নেতারাই এখন তৃণমূলের সম্পদ’

কলকাতা: কাটমানি বিড়ম্বনা থামছে না৷ কাটমানি ইস্যুতে দলবদল করা বাম নেতাদের কাঠগড়ায় তুললেন দলের প্রবীণ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়৷ কাটমানি বিতর্কে একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কাটমানি সমস্যার সূত্রপাত বাম আমলের শেষের দিকে৷ বামেদের শেষ পাঁচ বছর পঞ্চায়েতগুলিতে কিছু দুর্নীতিগ্রস্ত নির্বাচিত সদস্য দুর্নীতিতে যুক্ত হয়ে পড়ে৷ দল সেই সময় থেকেই তাঁদের শুদ্ধিকরণের জন্য সতর্ক করে দেন৷ কিন্তু তার পরও তা বন্ধ হয়নি৷’’

কান্তিবাবু আরও বলেন, ‘‘দলের একাংশের মধ্যে দুর্নীতি ও স্বজনপোষণের প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টি আমি নেতৃত্বকে একাধিকবার জানিয়েছিলাম৷ কিন্তু, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই শুরু হয় দলবদল৷ ওই কাটামনি খাইয়েরাই রাতারাতি দলবদল করে তৃণমূলে ঝাঁপ দেন৷ আর তাঁরাই তৃণমূলের সম্পদ হয়ে দাঁড়িয়েছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *