কলকাতা: এবারও বিধানসভায় আলোচনা ছাড়ায় পাস হয়ে যেতে বসেছে রাজ্যের অধিকাংশ দপ্তরের বাজেট৷ যার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু উন্নয়নের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা একাধিক দপ্তরের বাজেট৷ আদিবাসী উন্নয়ন, মাদ্রাসা শিক্ষা, পশ্চিমাঞ্চল উন্নয়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট আলোচনা না করে পাশ করানো অভিযোগ তুলে ওয়াকআউট বাম-কংগ্রেস বিধায়কের৷ বিধানসভার বাইরে প্রতীকী অধিবেশন বিরোধীদের৷ সুজন চক্রবর্তীর অভিযোগ, আলোচনা ছাড়াই একাধিক বাজেট প্রস্তাব পাশ করা হচ্ছে৷ আলোচনার দাবি জানানো হলেও গুরুত্ব দেওয়া হচ্ছে না৷ আজ সেই কারণে বিরোধীরা অধিবেশ ওয়াকআউট করেছে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা একাধিক দপ্তরের বাজেট আলোচনা হবে না বলেই বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে খবর৷ এইসব দপ্তরের বাজেট আলোচনা ছাড়াই পাস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ সংসদীয় পরিভাষায় যাকে বলা হয় গিলোটিনে যাওয়া৷ স্বরাষ্ট্র, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিধানসভায় আলোচনা না হওয়ায় প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা৷ প্রতিবাদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক থেকে যৌথভাবে ওয়াকআউট করেন বাম ও কংগ্রেসের প্রতিনিধি দল৷ বিরোধীদের অভিযোগ, আলোচনা ছাড়াই বেশিরভাগ দপ্তরের বাজেট পাস করানো এই সরকারের অভ্যাসে পরিণত হয়েছে৷ ২০১১ সালে রাজ্য সরকার বদলের পর থেকেই স্বরাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলির বাজেট আলোচনা ছাড়াই পাস করানোর রীতি শুরু হয়েছে বলে বিরোধীদের অভিযোগ৷ এই বিষয়ে আব্দুল মান্নানের হুঁশিয়ারি, আলোচনায় অনুমতি না দিলে বিধানসভার ভেতরে আন্দোলন শুরু করা হবে৷
তবে, অধিকাংশ দপ্তরের বাজেট আলোচনা ছাড়াই পাস হাওয়ার আশঙ্কা তৈরি হলেও বেশ কিছু দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে চলতি অধিবেশনের আলোচনা হয়েছে৷ এর মধ্যে রয়েছে স্বাস্থ্য, খাদ্য, পর্যটন, পঞ্চায়েত, বিদ্যুৎ, পরিবহণ, নারী ও শিশু কল্যাণ, কৃষি বাজেট নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷