বাম-কংগ্রেস জোট: ফ্রন্টের অন্দরে তুঙ্গে বিবাদ

কলকাতা: আগামী ২৫ তারিখ বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন বোঝাপড়া করে লোকসভা ভোটে লড়ার ব্যাপারে বামফ্রন্টের অন্দরে মতপার্থক্য আরও পেকে উঠেছে। ফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক কোনও অবস্থাতেই কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সখ্যে যাওয়ার পক্ষে নয়। অন্য দুই শরিক সিপিআই এবং আরএসপি অবশ্য দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি-তৃণমূলের মোকাবিলা করতে কংগ্রেসের সঙ্গে এই ধরনের সমঝোতার তেমন

0a7ea2504c70e4c29fc04291f306a911

বাম-কংগ্রেস জোট: ফ্রন্টের অন্দরে তুঙ্গে বিবাদ

কলকাতা: আগামী ২৫ তারিখ বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন বোঝাপড়া করে লোকসভা ভোটে লড়ার ব্যাপারে বামফ্রন্টের অন্দরে মতপার্থক্য আরও পেকে উঠেছে। ফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক কোনও অবস্থাতেই কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সখ্যে যাওয়ার পক্ষে নয়। অন্য দুই শরিক সিপিআই এবং আরএসপি অবশ্য দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি-তৃণমূলের মোকাবিলা করতে কংগ্রেসের সঙ্গে এই ধরনের সমঝোতার তেমন বিরোধী নয়।

ঐক্যের স্বার্থে দরকার হলে তারা তাদের কোটা থেকে একটি করে আসন কংগ্রেসের জন্য ছাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। এদিন আলিমুদ্দিনে সিপিএম নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত ফ্রন্টের এই তিন শরিকের বৈঠকে এই আভাসই মিলেছে। তবে কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে ফ্রন্টের অন্দরে শরিকি বিবাদের ফয়সালা করতে সিপিএম আগামী ২৫ তারিখ ফের চার দলের বৈঠক ডেকেছে।

এদিনের বৈঠকে জোট প্রশ্নে বারবার উত্তপ্ত হয়েছে আলোচনা। মূলত সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের বাদানুবাদে বৈঠক সরগরম হয়। গত বিধানসভা ভোটে জোটের কার্যকারিতা থেকে শুরু করে সিপিএমের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে সরব হন ফরওয়ার্ড ব্লকের নেতারা। পাল্টা হিসেবে সিপিএম সেই সব অভিযোগ খণ্ডন করে ফরওয়ার্ড ব্লকের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে তৃণমূলের গোপন যোগাযোগের প্রসঙ্গ তোলে। তবে ফরওয়ার্ড ব্লকের নেতারা এদিন স্পষ্ট জানিয়ে দেন, কোনও অবস্থাতেই তাঁরা কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির রাস্তায় যেতে পারবেন না। তাঁরা তাঁদের কোটার তিনটি আসনে প্রার্থী দেবেন। জোট নিয়ে কোনও প্রস্তাবেও তাঁরা সই করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *