কলকাতা: রাজ্যে শেষ দফার নির্বাচনে মানুষ যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে এই ভোটে বাংলায় চমকে দেওয়ার মতো ফল করবে বামেরা। মেরুকরণের রাজনীতির মাধ্যমে তৃণমূল ও বিজেপি যতই প্রচারের আলোয় থাকুক না কেন, বাংলার বহু শান্তিকামী মানুষের মেজাজ কিন্তু এবার ভিন্ন সুরেই কথা বলেছে।
আগামী ২৩ তারিখ ফল প্রকাশ হলে সেটা প্রমাণ হবে। লোকসভা নির্বাচনের শেষ লগ্নে রাজ্যে টানা কয়েকদিন ধরে প্রচারে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে এই দাবি করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বুধবার আলিমুদ্দিনে দলের রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকেই তাঁর এই অভিমত ব্যক্ত করেন সীতারাম।
তবে ‘চমক’ দেওয়ার কথা বললেও বামেরা এবার কত আসনে জয়লাভ করতে পারে, সে ব্যাপারে কোনও সংখ্যার কথা তিনি উল্লেখ করতে চাননি এদিন। কেবল নিজেদের নয়, তৃণমূল, বিজেপি সহ অন্য প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রেও তিনি সম্ভাব্য জয়ী আসনের সংখ্যা বলতে চাননি। এব্যাপারে তাঁর যুক্তি, এখনও এক দফার ভোট বাকি। নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক যুদ্ধের মতো। আমরা সব আসনেই জয়ের জন্য লড়াই করে থাকি। তাই আমি বা আমাদের দল কখনও এই ধরনের যুদ্ধের মাঝে সম্ভাব্য আসন সংখ্যার উল্লেখ করি না।