কলকাতা ‘মৃত্যুপুরী’! একি বলল বামফ্রন্ট!

কলকাতা ‘মৃত্যুপুরী’! একি বলল বামফ্রন্ট!

কলকাতা: কলকাতা পুর নির্বাচনের আগে শহরবাসীর উদ্দেশ্য বামফ্রন্টের প্রকাশিত পত্রে সতর্কবার্তা উঠে এসেছে। প্রমোটার-সাপ্লায়ার-সিন্ডিকেট-তৃণমূল নেতা-কর্পোরেশন ব্যবসা জমে উঠেছে। মাটির নিচে জলস্তর কমছে। তিন তলার অনুমতি নিয়ে তৈরি হচ্ছে ১০ তলা। কলকাতা এখন ভূমিকম্প প্রবণ শহরের মানচিত্রে।

এই পত্রে বামফ্রন্ট বলেছে, বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ২০৩০ সালের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়তে চলেছে পৃথিবীর ২০টি শহরে। সেই তালিকায় রয়েছে কলকাতা। গঙ্গার জল জোয়ারের সময় হাঁটু জলে ভাসবে ইডেন। এই ঘটনা ঘটতে পারে মাত্র ১০ বছর পর। কিছু মানুষের লোভ হবে দায়ী। সে পত্রে আরও অভিযোগ, কলকাতা হয়ে উঠেছে সাইক্লোনের রাজধানী। যশ, আমফনের প্রভাব চোখে পড়েছে। কলকাতার রাস্তায় দুর্যোগে ফলে গাছ পড়েছে। পাড়ায় পাড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। বেআইনি নির্মাণের ফলে জলাশয় কমেছে। কলকাতা হয়ে উঠছে এক মৃত্যুপুরী।

বলা হয়েছে, ১০ বছরের বেশি ক্ষমতায় নেই বামফ্রন্ট সরকার। এখন ‘বস্তি রেখে বস্তি উন্নয়ন’ বাতিল ধারণা। বস্তি উচ্ছেদ এবং প্রমোটিং ছাড়া তৃণমূলী পুরবোর্ডের গতি নেই। ডেঙ্গু এখন বাৎসরিক মহামারী। পুরসভা শুধু হোর্ডিং লাগিয়েই কাজ সারছে। জনস্বাস্থ্য লাটে উঠেছে। পরিশ্রুত পানীয় জলের দেখা নেই। এছাড়া দিল্লি খুব দূর নয়। কলকাতার বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। বার বার বলা সত্ত্বেও সিএনজি চালু হচ্ছে না।

কলকাতা পুরসভায় ২৮ হাজার শূন্যপদ। কিন্তু চাকরি হচ্ছে কই? পুরসভাতেই কয়েক হাজার ঠিকা কর্মী। তারা পাকা চাকরি পেলেন না কেন? উত্তর নেই। বামফ্রন্ট বলছে, গ্যাস ও পেট্রোলের দাম বাড়ছে। ফ্রি-ভ্যাকসিন দেওয়ার নামে বেশি ট্যাক্স আদায় করছে কেন্দ্র। রাজ্যের ভাগ পাচ্ছে তৃণমূল সরকার। এদিকে মানুষ দেখছে বাজারে জিনিসের আগুন দাম। বাস-অটোর ভাড়ায় রাজ্যের নিয়ন্ত্রণ নেই। প্রতি ভোটে তৃণমূলের প্রতিশ্রুতি। বিজেপি-তৃণমূল ধর্মের সুড়সুড়িও দিচ্ছে।  পুরসভা, লোকসভা, বিধানসভার পর আবার পুরভোট। যা অনেক আগেই হওয়ার কথা ছিল। বামফ্রন্টের আবেদন, এবারে কলকাতার স্টিয়ারিং বাম দিকে ঘুরিয়ে দিন।

বামেদের প্রচার

বামেদের প্রচারপহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =