×

ভোটের মুখে ফের নড়বড়ে বাম-কংগ্রেস জোট! ফিরল আসন সমঝোতার প্রস্তাব!

 
ভোটের মুখে ফের নড়বড়ে বাম-কংগ্রেস জোট! ফিরল আসন সমঝোতার প্রস্তাব!

 কলকাতা: নতুন বছরের দিনগুলি যত ক্যালেন্ডারের স্থান পরিবর্তন করছে, তত বাংলার দরজায় টোকা মারছে রাজ্য বিধানসভা নির্বাচন। নির্বাচনের ঘুঁটি সাজাতে ব্যস্ত এখন প্রতিটি শিবির। ঠিক সেইমতো নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে বাম-কংগ্রেস জোটের জল্পনা চলছে বেশ কয়েকমাস ধরে। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে একুশের লড়াই লড়তে সম্মত হয়েছে দুই শিবির। কিন্তু জোট মানেই আসন ভাগাভাগি। আর সেই নিয়ে দুই পক্ষের টালবাহানা চোখে পড়ছে ভোটের ঠিক পাঁচ মাস আগে৷ কোনও দলই যেন ঠিক করে উঠতে পারছে না, কতগুলি আসন থেকে কোন কোন দল লড়বে আগামীর ভোটে৷

আর এই বিষয়ে আলোচনার তাগিদে বৃহস্পতিবার বৈঠকে বসে দুই দলের বঙ্গ হাই কমান্ড। কিন্তু জোটের শর্ত কি হবে? এই নিয়ে দুই দলই কোনও সিদ্ধান্তে এসে উপনীত হতে পারল না এদিনও। সূত্রের খবর, জোটের কোনও শর্তেই রাজি নয় কংগ্রেস নেতারা। তাহলে কি কংগ্রেস চাইছে না জোটের সমীকরণ? এ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। মাসকয়েক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজেই বাম-কগ্রেস জোটের প্রস্তাব দিয়েছিলেন বাম দলগুলিকে। সেই প্রস্তাবে সাড়াও মিলেছিল লাল শিবির৷ ৮ টি বাম দল নিজেদের মধ্যে খুব অল্প সময়েই হোমওয়ার্ক করে ঠিক করে ফেলেছিল নিজেদের রণকৌশল। কিন্তু বৃহস্পতিবার ফের টালবাহানার মুখে পড়ল জোটের সমীকরণ। জোট প্রসঙ্গে যেন শর্তের কুয়াশা পিছু ছাড়ল না দুটি দলকেই।

From around the web

Education

Headlines