ঘাসফুল ছেড়ে পদ্ম-শিবিরে অর্জুন

কলকাতা : অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। বিজেপিতে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের তির ছোড়েন অর্জুন। জঙ্গি হামলা নিয়ে নেত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন প্রাক্তন তৃণমূল নেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন অর্জুন সিং। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁকে গেরুয়া শিবিরে বরণ করে নেন কৈলাশ

ঘাসফুল ছেড়ে পদ্ম-শিবিরে অর্জুন

কলকাতা : অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। বিজেপিতে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের তির ছোড়েন অর্জুন। জঙ্গি হামলা নিয়ে নেত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন প্রাক্তন তৃণমূল নেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন অর্জুন সিং। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁকে গেরুয়া শিবিরে বরণ করে নেন কৈলাশ বিজয়বর্গীয়। অর্জুন ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন বলেই বিজেপি সূত্রে খবর। বুধবারই, দিল্লি চলে যান ভাটপাড়ার বিধায়ক অর্জুন। সেখানে কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে ফের প্রার্থী করার পরই অর্জুনের অসন্তোষ আর চাপা থাকেনি। নবান্নে তাঁকে ডেকে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি দায়িত্বও দেওয়ার কথা জনান সাংবাদিক বৈঠকে। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। অবশেষে মমতা জানিয়ে দেন, যাঁরা চলে যেতে চান, যেতে পারেন। বিজেপিতে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন কটাক্ষ করে বলেন, ‘মা, মাটি, মানুষ বদলে এখন হয়েছে মানি, মানি, মানি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =