পরিস্থিতি এক করে দিয়েছে ৩ মাথাকে! বিজেপির ‘ত্রিভুজ’ ভরসা দিচ্ছেন কর্মীদের

BJP West Bengal leadership unity রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে বিজেপির ‘ত্রিফলা’ বা ‘ত্রিভুজ’ আন্দোলন। লোকসভা নির্বাচনের পর এমন দৃশ্য দেখা দেওয়ায়…

Dilip-Shubendu-Sukant BJP West Bengal leadership unity

BJP West Bengal leadership unity

রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে বিজেপির ‘ত্রিফলা’ বা ‘ত্রিভুজ’ আন্দোলন। লোকসভা নির্বাচনের পর এমন দৃশ্য দেখা দেওয়ায় উৎসাহিত বিজেপির কর্মী-সমর্থকরা। শ্যামবাজারে ধর্না কর্মসূচির পর বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান, এক সঙ্গে পথে নামতে দেখা গেল দলের তিন প্রধান নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে। (BJP West Bengal leadership unity)

BJP West Bengal leadership

অথচ ক’দিন আগেও তাঁরা বিপরীত মেরুতে অবস্থান করতেন বলে রাজনৈতিক মহল মনে করে। সুকান্ত-শুভেন্দুকে মাঝেমধ্যে এক মঞ্চে দেখা গেলেও, দিলীপ-সুকান্ত অথবা দিলীপ-শুভেন্দু ‘কম্বিনেশন’ কার্যত দেখা যেত না। কিন্তু আরজিকর কাণ্ডের পর যেভাবে তিনজন এক সঙ্গে পথে নেমেছেন তাতে উৎসাহিত গেরুয়া শিবির।

Suvendu Adhikari, Dilip Ghosh, Sukanta Majumdar

কিছুদিন আগেই বিধানসভায় বিজেপির ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালন হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছিলেন দিলীপকে। তবে সেদিনই কী বরফটা গলেছিল? এই চর্চা স্বাভাবিকভাবেই শুরু হয়ে যায়। ঠিক তার ক’দিন পরেই আরজিকরের নৃশংস ঘটনা ঘটেছে।

RG Kar incident

বিজেপি যখন আন্দোলনকে আরও উচ্চগ্রামে নিয়ে আসার চেষ্টা করছে তখনই দেখা গেল বিজেপির তিন মাথা এক সঙ্গে পথে নেমে আন্দোলন করছেন। রাজ্য বিজেপির ‘ত্রিভুজ’, অর্থাৎ দিলীপ-শুভেন্দু-সুকান্ত পরপর এভাবে যে পথে নামবেন সেটা কিছুদিন আগেও কিন্তু ভাবা যায়নি। তবে কী এভাবেই ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির? দলের মধ্যে এই তিন নেতাকে ঘিরে যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বহুদিন ধরে রয়েছে, তা থাকলে যে কারও ভাল হবে না সেটা কি দেরিতে হলেও বুঝতে পেরেছেন তাঁরা? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

BJP political strategy

রাজনৈতিক মহল মনে করে পরিস্থিতির চাপেই এই সমাপতন সম্ভব হয়েছে। ঘটনা হল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বহুবার গোষ্ঠীদ্বন্দ্ব দূর করার বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু তাতে লাভ হয়নি। একে অন্যের বিরুদ্ধে নাম না করে নিশানা করছেন, এমন ঘটনা বারবার দেখা গিয়েছে রাজ্য বিজেপিতে।

BJP West Bengal

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বিজেপি। তাই আগামী দিনে বাংলা দখলের লক্ষ্যে অতীত ভুলে রাজ্য বিজেপি ঝাঁপাতে চাইছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে এই মনোভাব রাজ্য বিজেপি নেতৃত্ব টানা ধরে রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার।

আরও পড়ুন-

সন্দীপকে নিয়ে জাল গোটাচ্ছে CBI! শীঘ্রই আসবে ‘বড় খবর’?

‘কীর্তিমান’ সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়? যত কাণ্ড তাঁর আমলেই?

কেন আর জি করের দায়িত্বে আধাসেনা? নিজেকে প্রশ্ন করুক কলকাতা পুলিশ

India Census 2024: অবশেষে সামনের মাসেই শুরু জনগণনা! জল্পনা তুঙ্গে

ফের দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিষেক? কার্যত ছন্দহীন তৃণমূল!

 

Politics: West Bengal BJP‘s key leaders Suvendu Adhikari, Dilip Ghosh, and Sukanta Majumdar unite after the RG Kar incident, boosting morale among party workers. The ‘Trifala’ movement signals a new phase for BJP’s political strategy ahead of upcoming elections.