খোদ মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই বড়সড় লিড বিজেপির, পিছিয়ে আরও ৬ মন্ত্রী

কলকাতা: চোরাস্রোত, নাকি শুধু মোদি ঝড়! নির্বাচনী ফলাফল ঘোষণার পরেই শুরু তৃণমূলের অন্দরে জলঘোলা৷ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ফলাফল দেখে আতঙ্ক এখন শাসক শিবিরে৷ ভিত নড়বড়ে হয়ে গিয়েছে অনেকটাই৷ আগামী বছর কলকাতা পুরসভার ভোট৷ তার আগে এই ফলাফলে বেড়েছে উদ্বেগ৷ সেই ক্ষত মেরামত কীভাবে হবে, সেটাই এখন মূল বিবেচ্য বিষয় হয়ে উঠেছে শাসকদলের কাউন্সিলারদের কাছে৷ কলকাতা

খোদ মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই বড়সড় লিড বিজেপির, পিছিয়ে আরও ৬ মন্ত্রী

কলকাতা: চোরাস্রোত, নাকি শুধু মোদি ঝড়! নির্বাচনী ফলাফল ঘোষণার পরেই শুরু তৃণমূলের অন্দরে জলঘোলা৷ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ফলাফল দেখে আতঙ্ক এখন শাসক শিবিরে৷ ভিত নড়বড়ে হয়ে গিয়েছে অনেকটাই৷ আগামী বছর কলকাতা পুরসভার ভোট৷ তার আগে এই ফলাফলে বেড়েছে উদ্বেগ৷ সেই ক্ষত মেরামত কীভাবে হবে, সেটাই এখন মূল বিবেচ্য বিষয় হয়ে উঠেছে শাসকদলের কাউন্সিলারদের কাছে৷

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতে রয়েছেন রাজ্যের মন্ত্রী৷ রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী৷ ফলাফল বলছে, বিজেপি লিড পেয়েছে ২৬টি ওয়ার্ডে৷ কোনও কোনও লিড দেড় হাজার থেকে তিন হাজারের উপরে৷ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রেই ২৬টি ওয়ার্ডে পিছিয়ে পড়ায় উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব৷ পিছিয়ে পড়া ওয়ার্ডের তালিকায় রয়েছে দক্ষিণের হেভিওয়েট বরো চেয়ারম্যানরা রয়েছেন৷ রয়েছেন মেয়র পরিষদ সদস্যরা  দেবাশিস কুমার, রাম পিয়ারে রাম, তারক সিং, রতন দে’র মতো সদস্যরা৷ খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ড এক হাজার ভোটে লিড পেয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রাক্তন ওয়ার্ডে শাসকদল ৩ হাজার ৩৪৪ ভোটে পিছিয়ে গিয়েছে৷ খোদ মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডের বাসিন্দা, সেখানকার কাউন্সিলার তথা বরো চেয়ারম্যান রতন মালাকারও ৪৯৬ ভোটে হেরেছেন। ফলে, এই পরিসংখ্যান দেখে আজ বিকালে কী পদক্ষেপ নেন তৃণমূল নেত্রী সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =