লাটে পরিষেবা, মায়ের কোলে নিথর শিশুর দেহ, বিক্ষোভ

কলকাতা: বাংলা আগেও দেখে ‘জেদের রাজনীতি’৷ প্রেস্টিজ ফাইটের লড়াই৷ এবারও সেই ‘জেদে’র, অনমনীয় লড়াই-আন্দোলনের জেরে জনমানুষের চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার এখন বিপন্ন৷ মানুষ বাঁচানোর কারিগর বনাম শাসক যুদ্ধে লাটে বাংলার স্বাস্থ্য পরিষেবা৷ চিকিৎসা করতে এসেও চিকিৎসকদের অসহযোগিতায় মায়ের কোলেই প্রাণ হারাল শিশুর৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর অভিযোগ৷ শনিবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ

লাটে পরিষেবা, মায়ের কোলে নিথর শিশুর দেহ, বিক্ষোভ

কলকাতা: বাংলা আগেও দেখে ‘জেদের রাজনীতি’৷ প্রেস্টিজ ফাইটের লড়াই৷ এবারও সেই ‘জেদে’র, অনমনীয় লড়াই-আন্দোলনের জেরে জনমানুষের চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার এখন বিপন্ন৷ মানুষ বাঁচানোর কারিগর বনাম শাসক যুদ্ধে লাটে বাংলার স্বাস্থ্য পরিষেবা৷ চিকিৎসা করতে এসেও চিকিৎসকদের অসহযোগিতায় মায়ের কোলেই প্রাণ হারাল শিশুর৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর অভিযোগ৷ শনিবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক সদ্যোজাতের। এরপর তার পরিজনরা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সামনে দেহ ফেলে বিক্ষোভ দেখান৷ ধস্তাধস্তিও শুরু হয়৷ ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

চিকিৎসকদের কর্মবিরতির জেরে ফের বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ৷ রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসক নিগ্রহের অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ হাসপাতাল৷ জানা গিয়েছে, আজ রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে৷ এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের নিগ্রহ করার অভিযোগও উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =