দিল্লি দখলের শেষ সুযোগ, আজ মরণকামড় মমতার

কলকাতা: নজিরবিহীন ভাবে এই প্রথম দেশের ইতিহাসে বাংলায় জারি হয়েছে ৩২৪ ধারা৷ বুধবার কমিশনের সিদ্ধান্তে অপসারিত হয়েছেন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ বাংলা ছাড়া হয়েছেন সিআইডির অতিরিক্ত ডিরেক্টার রাজীব কুমার৷ সব থেকে বড় বুমেরাং, প্রচারের দিনক্ষণ কমিয়ে আনা৷ বিপাকে পড়েছে শাসক-বিরোধী রাজনৈতিক দল৷ নির্বাচন কমিশন জানিয়েছে, আজ রাত ১০টার মধ্যে শেষ হবে প্রচার৷ আজ শেষ দফার ভোটের

দিল্লি দখলের শেষ সুযোগ, আজ মরণকামড় মমতার

কলকাতা: নজিরবিহীন ভাবে এই প্রথম দেশের ইতিহাসে বাংলায় জারি হয়েছে ৩২৪ ধারা৷ বুধবার কমিশনের সিদ্ধান্তে অপসারিত হয়েছেন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ বাংলা ছাড়া হয়েছেন সিআইডির অতিরিক্ত ডিরেক্টার রাজীব কুমার৷  সব থেকে বড় বুমেরাং, প্রচারের দিনক্ষণ কমিয়ে আনা৷ বিপাকে পড়েছে শাসক-বিরোধী রাজনৈতিক দল৷ নির্বাচন কমিশন জানিয়েছে, আজ রাত ১০টার মধ্যে শেষ হবে প্রচার৷ আজ শেষ দফার ভোটের প্রচারে জোড়া পদযাত্রা, সভা করে মরণকামড় বসাতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল৷ কাটছাঁট হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রচার কর্মসূচি৷ আজ, চারটি প্রচার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম জনসভাটি হবে মথুরাপুরে দুপুর একটায়। পরের জনসভাটি হবে ডায়মন্ডবারবারে দুপুর ২টোয়। দুপুর ৩টেয় জোকা বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা করবেন মমতা। পরের পদযাত্রাটি হবে সুকান্ত সেতুতে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন এই শেষ সুযোগ৷ তাই একদিনে যতটা সম্ভব বেশি জায়গায় পা রাখতে চাইছেন তিনি। মথুরাপুরের বর্তমান সাংসদ চৌধুরীমোহন জটুয়া, দুবারের বিজয়ী সাংসদ। তার এলাকায় এখনও পা রাখেননি মমতা। সেখান থেকেই শুরু হচ্ছে তার নির্বাচনী প্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =