লালুর সই থাকলেই বাতিল হবে মনোনয়ন, কমিশনকে চিঠি

পাটনা: কোনও আরজেডি প্রার্থীর টিকিটে লালুপ্রসাদের সই থাকলে সেই প্রার্থীর মনোনয়ন যেন বাতিল করা হয়। বিহারের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এমনই আর্জি জানাল রাজ্যের শাসক জনতা দল ইউনাইটেড (ডেডিইউ)। কারণ, জেল হেফাজতে থাকাকালীন টিকিট ইস্যু করতে গেলে আদালতের থেকে অনুমতি নিতে হয়। পশুখাদ্য দুর্নীতির একাধিক মামলায় কারাদণ্ড হয়েছে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। বর্তমানে তিনি

লালুর সই থাকলেই বাতিল হবে মনোনয়ন, কমিশনকে চিঠি

পাটনা: কোনও আরজেডি প্রার্থীর টিকিটে লালুপ্রসাদের সই থাকলে সেই প্রার্থীর মনোনয়ন যেন বাতিল করা হয়। বিহারের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এমনই আর্জি জানাল রাজ্যের শাসক জনতা দল ইউনাইটেড (ডেডিইউ)। কারণ, জেল হেফাজতে থাকাকালীন টিকিট ইস্যু করতে গেলে আদালতের থেকে অনুমতি নিতে হয়।

পশুখাদ্য দুর্নীতির একাধিক মামলায় কারাদণ্ড হয়েছে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। বর্তমানে তিনি রাঁচি হাসপাতালে রয়েছেন। সে কথা উল্লেখ করে রাজ্যের সিইওকে চিঠি দেন জেডিইউয়ের বিধান পারিষদ তথা মুখপাত্র নীরজ কুমার। সেখানে তিনি জানতে চান, দলের কর্মীদের ভোটের টিকিটে সই করার ক্ষেত্রে লালুপ্রসাদ আদালতের অনুমতি নিয়েছেন কি না। যদি না নিয়ে থাকেন, তাহলে যে সমস্ত প্রার্থীর টিকিটে লালুর সই রয়েছে, তাঁদের মনোনয়ন বাতিল করা হোক।

বিহারের ৪০ লোকসভা আসনের মধ্যে ১৯টি আসনে প্রার্থী দিয়েছে আরজেডি। ২০টি আসন ছেড়েছে ‘মহাজোটে’র শরিক দলগুলিকে। বাকি একটি আসন দেওয়া হয়েছে সিপিআই (এমএল)-কে। যদিও, সেই সাহায্য নিতে তারা অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *