মোদীর রোড শো’য়ের দিন থেকেই ধর্মতলায় ১৪৪! কী অভিযোগ বিজেপির? | Modi Roadshow| Section 144

নিজস্ব প্রতিনিধি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) কলকাতায় এসে যেদিন রোড শো (Roadshow) করবেন বলে ঠিক হয়ে আছে, সেদিন থেকেই ধর্মতলার একাংশে ১৪৪…

Centre's Team Visit Bengal

নিজস্ব প্রতিনিধি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) কলকাতায় এসে যেদিন রোড শো (Roadshow) করবেন বলে ঠিক হয়ে আছে, সেদিন থেকেই ধর্মতলার একাংশে ১৪৪ ধারা (Section 144) জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।

সেখানে ১৪৪ ধারা জারি থাকবে প্রায় দু’মাস ধরে। যে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, রোড শো’য়ে বিঘ্ন ঘটাতেই পুলিশের এই পদক্ষেপ।

কোনও ‘হিংসাত্মক পরিস্থিতি’ তৈরি হতে পারে৷ এমনটা আঁচ করে ২৮-মে থেকে প্রায় দু’মাসের জন্য ধর্মতলা মোড়ের কাছে একটি অংশে ১৪৪ ধারা জারির কথা জানিয়েছে কলকাতা পুলিশ। বিবৃতি জারি করে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

২৮-মে  ভোট প্রচারে এসে কলকাতা উত্তর কেন্দ্রে রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্যদিকে  মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতা উত্তর কেন্দ্রে মিছিল করবেন ভোটের আগে। দুই প্রধান রাজনৈতিক দলের কর্মসূচির আগেই জারি করা হল ১৪৪ ধারা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মিছিল যে রাস্তা দিয়ে হওয়ার কথা, সেখানে ১৪৪ ধারা জারি হচ্ছে না। অন্য রুট দিয়ে রোড শো করবেন তাঁরা। কলকাতা পুলিশ জানাচ্ছে এই ১৪৪ ধারা জারি করা রুটিন বিষয়।

১৪৪ ধারা জারি হওয়ার কারণে ধর্মতলার ওই অংশে কোনও জমায়েত করা যাবে না। এছাড়া পুলিশ বিবৃতিতে আরও জানিয়েছে, আগামী দু’মাস সেখানে পাঁচজন বা তার থেকে বেশি মানুষ এক সঙ্গে থাকতে পারবেন না। পুলিশ কমিশনার নির্দেশে জানিয়েছেন ২৬ জুলাই পর্যন্ত ওই অংশে ১৪৪ ধারা জারি থাকবে।

যদিও গোটা বিষয়টিতে ষড়যন্ত্র দেখছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ প্রধানমন্ত্রীর মিছিলে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে যাতে অংশগ্রহণ করতে না পারেন সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করেছে পুলিশ। নিজের এক্স হ্যান্ডলে এই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ওয়াকিবহাল মহল মনে করছে সাম্প্রতিক অতীতে এমনটা দেখা যায়নি। ঘটনা হল ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন।

তার আগে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি বা তৃণমূল কেউই। তাই প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রীর রোড শো’য়ের মাধ্যমে জোর চমক দিতে চাইছেন গেরুয়া নেতৃত্ব। তবে ঘটনাচক্রে সেই ২৮ তারিখ থেকেই ১৪৪ ধারা জারির কথা জানিয়েছে কলকাতা পুলিশ। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাকি ১৭ আসনে গেরুয়া ঝড়! কেন এত টেনশনে তৃণমূল?

Politics: Prime Minister Modi’s Kolkata roadshow day sees Section 144 imposed in Dharmatala by Kolkata Police. BJP alleges it’s a move to disrupt the event, fueling political controversy. Discover the details and implications.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *