কলকাতা: প্রবাদ আছে, ‘পাপ বাপকে ছাড়ে না!’ এবার বাংলার জনতার টাকা মেরে জেলের অন্দরে ‘পাপ’ মুক্তির পথে হাঁটছেন জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেন৷ প্রতি দিন মন দিয়ে পড়ছেন গীতা৷ প্রিজন ভ্যানে আদালতে যাওয়ার পথেও গীতার শ্লোক আওড়াচ্ছেন সারদাকর্তা৷ জবাব দিচ্ছেন গীতার বাণীতেও৷
কোটি কোটি টাকা মালিকের মুখে গীতার শ্লোক শুনে তাজ্জব পুলিশকর্মীরা৷ সরাদাকর্তার মানসিক পরিবর্তন দেখে বিস্মিত পুলিশ কর্তারা৷ জানা গিয়েছে, সম্প্রতি সারদা মামলায় বারাসতের আদালতে নিয়ে যাওয়া হয় সুদীপ্ত সেনকে৷ সেখানে প্রিজন ভ্যানে আদালতে যাওয়ার পথে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি৷ গীতার শ্লোক আওড়ে কান্নায় ভেঙে পড়েন সুদীপ্ত৷
বলতে থাকেন, ‘‘জগতে সব কিছুই মায়া৷ আজ যা নিজের, তা আগেও কারও ছিল৷ আগামীতেও অন্য কারও হয়ে যাবে৷ জগৎ সংসারে টাকা, ভোগবিলাস থেকে যত দূরে থাকাই মঙ্গল৷’’ বাংলার জনতাকে কাঁদিয়ে কয়েকশো কোটি টাকা হাতানো সারদাকর্তার মুখ থেকে গীতার বাণী শুনে হকচকিয়ে যান নিরাপত্তা রক্ষীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকর্মীরা তাঁকে অশ্বত্থ করেন৷