খাস কলকাতার একাধিক পুজোর দখল বিজেপির, দিলীপকে আমন্ত্রণ

কলকাতা: পুজো নিয়ে বঙ্গ রাজনীতিতে কম বিতর্ক হয়নি৷ কার দখলে থাকবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো? এই নিয়ে টানাপোড়েন চলছে শাসক তৃণমূল-বিজেপির অন্দরে৷ দুর্গাপুজোর টানাপোড়েনের মধ্যেই এবার গণেশ পুজোকে আঁকড়ে ধরে জনসংযোগ অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির৷ তৃণমূলকে টেক্কা দিয়ে একাই গণেশ পুজোর ময়দান কাঁপাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি শিবির৷ সূত্রের খবর, আগামী পয়লা

খাস কলকাতার একাধিক পুজোর দখল বিজেপির, দিলীপকে আমন্ত্রণ

কলকাতা: পুজো নিয়ে বঙ্গ রাজনীতিতে কম বিতর্ক হয়নি৷ কার দখলে থাকবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো? এই নিয়ে টানাপোড়েন চলছে শাসক তৃণমূল-বিজেপির অন্দরে৷ দুর্গাপুজোর টানাপোড়েনের মধ্যেই এবার গণেশ পুজোকে আঁকড়ে ধরে জনসংযোগ অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির৷ তৃণমূলকে টেক্কা দিয়ে একাই গণেশ পুজোর ময়দান কাঁপাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি শিবির৷

সূত্রের খবর, আগামী পয়লা সেপ্টেম্বর থেকেই শহর কলকাতার একাধিক দুর্গাপুজো উৎসব কমিটির উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শিয়ালদা, কাশিপুরের মতো বিভিন্ন এলাকার বড় বড় গণেশ পুজো উদযাপন কমিটির উদ্বোধক হিসাবে মেদিনীপুরের সাংসদকে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷

তবে দিলীপ ঘোষ এটা যে আমন্ত্রণ পেয়েছেন তা নয়, তালিকায় রয়েছেন অর্জুন সিং থেকে শুরু করে আরও বেশ কয়েকজন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব৷ তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, সায়ন্তন বসুর মতো নেতারা৷ সল্টলেকের একাধিক গণেশ পুজোয় বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ বাংলার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুজোর লড়াইয়ে গেরুয়া বাহিনীর উত্থান ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা৷ ইতিমধ্যেই গণেশ পুজোর একাধিক কমিটিকে ছোটখাটো অনুদান পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *