নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাতেই প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা কৌশিক সেন৷ তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এই অভিনেতা৷ যে নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছে, সেই নম্বরটিও তিনি পুলিশকে দিয়েছেন৷ শুরু হয়েছে তদন্ত৷ কলকাতা পুলিশের তরফে তদন্ত শুরু হলেও কৌশিক সেন নাটক করছেন বলে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷
দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো বিশিষ্টজনের চিঠিতে সই করেন শ্যাম বেনেগাল থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়৷ অপর্ণা সেন থেকে অনুরাগ কাশ্যপ৷ চিঠিতে সই করেছেন কৌশিক সেন ও তাঁর পুত্র ঋদ্ধি৷ বুদ্ধিজীবীদের এই চিঠির ঘটনা জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দেয়৷
মোদিকে সমাজের বিশিষ্টজনের চিঠির প্রেক্ষিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের দেশদ্রোহী, পরজীবী বলেও আখ্যা দেন৷ এবার একধাপ এগিয়ে ফের বুদ্ধিজিবীদের আক্রমণ করেন সায়ন্তন বসু৷ বলেন, কৌশিক সেনের উপর সত্যিই খুনের হুমকি আসলে তাঁর তদন্ত হোক৷ আসলে নাটকের লোক, নাটক-ফাটক করে নিজের দর বাড়াচ্ছেন৷’’