কাটমানি খেলেই গ্রেপ্তার, নেতাদের হুঁশিরি মমতার

কলকাতা: ভোটের ফল পর্যালোচনা বৈঠক থেকে হুগলি নেতৃত্বকে কড়া ভাষায় ধমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মমতা৷ সেখানে দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরম হন মমতা৷ সিঙ্গুরে তৃণমূলের হার, লজ্জার বলেও মন্তব্য করেন তিনি৷ দলীয় সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী একের পর এক নেতাকে ধরে ধরে ধমক দেন৷

কাটমানি খেলেই গ্রেপ্তার, নেতাদের হুঁশিরি মমতার

কলকাতা: ভোটের ফল পর্যালোচনা বৈঠক থেকে হুগলি নেতৃত্বকে কড়া ভাষায় ধমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মমতা৷ সেখানে দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরম হন মমতা৷ সিঙ্গুরে তৃণমূলের হার, লজ্জার বলেও মন্তব্য করেন তিনি৷

দলীয় সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী একের পর এক নেতাকে ধরে ধরে ধমক দেন৷ তোলেন দুর্নীতির অভিযোগ৷ দলের নেতাদের কার্যত সতর্ক করে দেন মমতা৷ জানান, সরকারি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে যান কোনও সমস্যা না হয়৷ পরিষেবা পাইয়ে দেওয়ার নামে যেন কাটমানি খাওয়া না হয়, সেবিষয়েও সতর্ক থাকতে দলের নেতাদের হুশিয়ারি দেন৷ কাটমানি খাওয়ার অভিযোগ উঠলেই সরাসরি গ্রেপ্তারির বার্তা দিতেই ছাড়েননি দলনেত্রী৷ একই সঙ্গে দলের কোনও নেতা কাটমানি খেলে সরাসরি কালীঘাটে মমতার বাড়িতে অভিযোগ দায়ের নির্দেশ মমতার৷

তৃণমূলের দুর্গ বলে পরিচিত হুগলিতে দলের ফলাফল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ যে সিঙ্গুর জমি আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূলের রকেট উত্থান বাংলার ক্ষমতায়, সেই সিঙ্গুরে পিছিয়ে থাকার ঘটনায় ‘লজ্জা’ বলেও কটাক্ষ করেন তিনি৷ অবিলম্বে দলের হারানো জমি ফিরিয়ে আনারও নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =