কাটমানি বিতর্ক গড়াল হিংসায়, চলল দেদার গুলি

কলকাতা: শুরুটা হয়েছিল শহর কলকাতার নজরুল মঞ্চ থেকে৷ সেই আঁচ রাজ্য রাজনীতির ময়দান ছাপিয়ে পৌঁছে গিয়েছে রাজনীতিতে৷ বিধানসভা থেকে লোকসভা তপ্ত হয়েছে কাটমানি বিতর্ক৷ তবে, দেশের ময়দানে এই বিতর্ক চললেও বাংলায় কাটমানি বিড়ম্বনা এবার গড়াল হিংসায়৷ কাটমানি ফেরতের দাবি এবার উত্তেজনা মাথাভাঙায়৷ মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট -১ পঞ্চায়েত প্রধান রুম্পা বর্মনের বাড়ি লক্ষ্য করে গুলি করার

কাটমানি বিতর্ক গড়াল হিংসায়, চলল দেদার গুলি

কলকাতা: শুরুটা হয়েছিল শহর কলকাতার নজরুল মঞ্চ থেকে৷ সেই আঁচ রাজ্য রাজনীতির ময়দান ছাপিয়ে পৌঁছে গিয়েছে রাজনীতিতে৷ বিধানসভা থেকে লোকসভা তপ্ত হয়েছে কাটমানি বিতর্ক৷ তবে, দেশের ময়দানে এই বিতর্ক চললেও বাংলায় কাটমানি বিড়ম্বনা এবার গড়াল হিংসায়৷

কাটমানি ফেরতের দাবি এবার উত্তেজনা মাথাভাঙায়৷ মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট -১ পঞ্চায়েত প্রধান রুম্পা বর্মনের বাড়ি লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ জানা গিয়েছে, কাটমানি ফেরানোর দাবিতে বুধবার প্রধানের বাড়ি ঘেরাও করা হয়৷ এই নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ প্রধানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় গুলি৷ সংঘর্ষের মাঝে পড়ে ৪ জন জখম হন৷ সংঘর্ষের গুলি চালানোর ঘটনায় একে অপরের বিরুদ্ধে গুলি চালোনার অভিযোগ তোলা হয়৷ এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =