কলকাতা: সদস্য সংগ্রহ অভিযানের নামে বিজেপির নিচুতলার নেতাদের একাংশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ৷ একাধিক জেলা থেকে কাটমানি নেওয়ার অভিযোগে কাঠগড়ায় এবার বিজেপি৷
গত ৬ জুলাই থেকে দেশজুড়ে এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বিজেপি৷ ১০ দিনের মধ্যেই পূর্ব বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলা থেকে সদস্য করিয়ে দেওয়ার নামে ৫০০ থেকে হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ৷ পূর্ব বর্ধমান জেলা থেকে জনা পঞ্চাশেক বিজেপি কর্মী রাজ্য অফিসে এই টাকা তোলার লিখিত অভিযোগ করেছেন বলে বিজেপি সূত্রে খবর৷
খণ্ডঘোষ বিধানসভার ১৬৬ থেকে ১৮৪ নম্বর বুথের বিজেপি কর্মীদের দাবি, এলাকায় সদস্য করানোর নামে টাকা তোলা হচ্ছে৷ যদিও এ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, এ ধরনের অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট নেতাকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করা হবে৷ প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি৷