‘কালিদাস’ মোদিকে আক্রমণ মমতার

মহানাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার কালিদাসের সঙ্গে তুলনা করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির পোলবার মহানাদে দলীয় প্রার্থী রত্না দে নাগের সমর্থনে এক নির্বাচনী সভায় মমতার কটাক্ষ, কালিদাসকে জানেন তো! যে ডালে বসেছিল, সেই ডালটাই কাটছিল। পড়ে যাবে, সেটাও জানত না, মহামূর্খ! আমাদের প্রধানমন্ত্রীকে দেখেছেন, কালিদাস হয়েছেন। যে ডালে বসেছেন, সেটাকেই কাটছেন।

86a2146364fa999cc3c876c3c6958fc8

‘কালিদাস’ মোদিকে আক্রমণ মমতার

মহানাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার কালিদাসের সঙ্গে তুলনা করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির পোলবার মহানাদে দলীয় প্রার্থী রত্না দে নাগের সমর্থনে এক নির্বাচনী সভায় মমতার কটাক্ষ, কালিদাসকে জানেন তো! যে ডালে বসেছিল, সেই ডালটাই কাটছিল। পড়ে যাবে, সেটাও জানত না, মহামূর্খ! আমাদের প্রধানমন্ত্রীকে দেখেছেন, কালিদাস হয়েছেন। যে ডালে বসেছেন, সেটাকেই কাটছেন। দেশের প্রধানমন্ত্রী হয়ে এখন দেশটাকেই কাটছেন। টুকরো করছেন, ভাগাভাগি করছেন। প্রচণ্ড গরমেও মহানাদের জনসভায় জনজোয়ারের উচ্ছ্বাস আর আবেগকে সঙ্গী করে তূণমূল সুপ্রিমো সুর চড়ালেন।

বললেন, বিজেপি’র মোদি আর অমিত শাহ, পচা শামুক। ওই শামুকে পা কাটবেন না। ফেলে দিন। বিজেপি বিপজ্জনক। ৪৪০ ভোল্ট, বিপদ আছে। এড়িয়ে চলুন সবাই। এই সতর্কবার্তার সঙ্গেই মমতার নিদান, দাঙ্গা দিয়ে যাদের হাতেখড়ি, তাদের তো এড়িয়ে চলাই উচিত।

তৃণমূল সুপ্রিমো এদিন কাঠগড়ায় তুলেছেন সিপিএমকেও। বলেছেন, ভোট ট্রান্সফার করে বিজেপিকে জেতানোর ছক কষেছে ওরা। লাভ হবে না। মানুষ বিষয়টা জানে। ৩৪ বছর অত্যাচার চালিয়ে এখন ওরা (সিপিএম) ভালোই আছে। এখন বিজেপি হয়েছে। মোদির দয়ায় বেঁচে আছে। এখানে তৃণমূলের বিরুদ্ধে সব এক হয়েছে। মমতার হুঙ্কার, কারও দয়ায় তৃণমূল চলে না। তৃণমূল চলে বাংলার মানুষের ভালোবাসা আর শুভেচ্ছায়, নিজের দমে। সিপিএম পর্ব শেষে ফের বিজেপি বিরোধিতার ঝাঁঝ বাড়ান তৃণমূল সুপ্রিমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *