বাংলায় NRC-র জিগির তুলে ফের মমতাকে তুলোধোনা কৈলাসের

কলকাতা: শিলিগুড়িতে পুলিশের ডাকা বিজয়া সম্মিলনীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ ঘোষণা করেছেন, ‘‘চিন্তা করবেন না৷ বাংলায় এনআরসি করতে দেব না৷ একটি মানুষকেও বাংলা থেকে বিতাড়িত করার কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না৷’’ এনআরসি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ আজ সকালে সংবাদ সংস্থা এএনআইকে

3 stocks recomended

কলকাতা: শিলিগুড়িতে পুলিশের ডাকা বিজয়া সম্মিলনীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ ঘোষণা করেছেন, ‘‘চিন্তা করবেন না৷ বাংলায় এনআরসি করতে দেব না৷ একটি মানুষকেও বাংলা থেকে বিতাড়িত করার কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না৷’’ এনআরসি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷

আজ সকালে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নন৷ এনআরসি করার বিষয়টি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত৷ আদালতের পর্যবেক্ষণে চলছে৷ এনআরসি বাস্তবায়ন করা হলে কেন তিনি এতটা উদ্বিগ্ন? কেন্দ্র যদি এনআরসি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তবে তিনি কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তিনি কিছুই করতে পারবেন না৷’’

বাংলা এনআরসি নিয়ে ইতিমধ্যেই শুরু চড়িয়েছে শাসক দল তৃণমূল৷ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে বামফ্রন্ট৷ পথে নেমেছে কংগ্রেস৷ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় এনআরসি হলে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না৷ এমনকী বাংলার বুকে ডিটেনশন ক্যাম্প তৈরি হলে রাতারাতি তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সূর্যকান্ত মিশ্র৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বাংলা থেকে কাউকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হলে তিনি রুখে দাঁড়াবেন৷ যতদিন তিনি বাংলায় থাকবেন, ততদিন নিশ্চিন্তে বসবাস করতে পারবেন বাংলায় বসবাসকারীরা৷ ফলে এনআরসি নিয়ে কোনও চিন্তা করার কারণ নেই বলেও অভায় দিয়েছেন তিনি৷ শাসক তৃণমূল ও বাম-কংগ্রেসের তরফে হুঁশিয়ারি পর এবার বাংলায় এনআরসি চালুর বিষয়ে আত্মবিশ্বাসী কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিলেন, বাংলা এনআরসি হলে কিছুই করতে পারবে না রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *