Aajbikel

মুখ্যমন্ত্রীর মন্তব্যেই চাপ বাড়বে জ্যোতিপ্রিয়র! হঠাৎ এমন ধারণা কেন

 | 
মমতা

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে আজই আদালতে পেশ করা হবে এবং ইডি তাঁকে নিজেদের হেফাজতে চাইবে বলেই মনে করা হচ্ছে। এদিকে আইনজীবীদের একাংশ মনে করছে, আপাতত ইডি হেফাজতে গেলেও আগামী দিনে মন্ত্রীর জামিন পেতে চরম অসুবিধা হবে। আর তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য! কী এমন বলেছেন তিনি জার জন্য চাপ বাড়ল রাজ্যের মন্ত্রীর? 

আইনজীবীদের একটা বড় অংশ মনে করছে, ইডি খুব সহজেই জ্যোতিপ্রিয় মল্লিকের গায়ে সেঁটে দিতে পারে 'প্রভাবশালী' তকমা। নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক যেমনটা হয়েছে, এবারও তেমন হওয়ার আভাস। দুই ক্ষেত্রেই 'কারণ' মুখ্যমন্ত্রী। বিশ্লেষকদের বক্তব্য, বৃহস্পতিবার যখন ইডি আধিকারিকরা রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ঠিক তখনই সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ও (জ্যোতিপ্রিয় মল্লিক) যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর হবে। এই মন্তব্যের পর আদালতে খুব সহজেই ইডি প্রমাণ করে দিতে পারে যে, কতটা প্রভাবশালী হলে তাঁর পাশে দাঁড়াতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই কার্যত হুঁশিয়ারি দিতে পারেন মুখ্যমন্ত্রী। এতএব আগামী দিনে তাঁর জামিন পাওয়া মোটেই সহজ হবে না। 

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেও প্রভাবশালী তকমা খাঁড়া করেছিল ইডি। কারণ ইডি যখন গ্রেফতার ঘোষণা করে তখন নাকতলার বাড়িতে বসেই তিনি ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী ফোন না ধরলেও পার্থ চট্টোপাধ্যায়ের কপালে জুটে যায় প্রভাবশালী তকমা। সেই প্রেক্ষিতেই এতদিনে তিনি জামিন পাননি। ইডির দাবি, প্রভাবশালী হয়ে জামিন পেলে তদন্ত প্রভাব পড়তে পারে। এখন কি তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও একই জিনিস হতে চলেছে?     

Around The Web

Trending News

You May like