বিচারপতির এজলাস নজিরবিহীন বয়কট আইনজীবীদের

কলকাতা : কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করলেন রাজ্য সরকারের আইনজীবীরা। সোমবার একটি মামলা চলাকালীন তাঁর এজলাস ছেড়ে বেড়িয়ে এসে এমনটাই জানালেন রাজ্য সরকারের আইনজীবী ভাস্কর বৈশ্য। তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে রাজ্যের বেশ কয়েকটি পুরসভার অনাস্থা

7961b908299e1f4295e6ae8fb9a31cd0

বিচারপতির এজলাস নজিরবিহীন বয়কট আইনজীবীদের

কলকাতা : কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করলেন রাজ্য সরকারের আইনজীবীরা। সোমবার একটি মামলা চলাকালীন তাঁর এজলাস ছেড়ে বেড়িয়ে এসে এমনটাই জানালেন রাজ্য সরকারের আইনজীবী ভাস্কর বৈশ্য।

তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে রাজ্যের বেশ কয়েকটি পুরসভার অনাস্থা নিয়ে মামলা চলছে। যার মধ্যে বনগাঁ পুরসভার অনাস্থা নিয়ে আজই রায় দিতে পারেন বিচারপতি। কিন্তু তার আগেই রাজ্যের আইনজীবীরা স্পষ্ট করে দিয়েছেন রায় ঘোষণার সময় তাঁরা কেউ এজলাসে থাকবেন না।

সোমবার অনাস্থা নিয়েই গঙ্গারামপুরের একটি মামলা চলছিল। সেখানেই বিচারপতি রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্যকে প্রশ্ন করেন, ‘কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে?’ এরপরই ওই এজলাস ছেড়ে বেড়িয়ে যান সরকারপক্ষের আইনজীবীরা। বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, ‘এটা নজিরবিহীন ঘটনা, এই ধরনের ঘটনা আইনসিদ্ধ নয়’। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, রাজ্য সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই এই কাজ করেছে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের কারণে বনগাঁ মামলার রায় অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছেন আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *