ঠিক এভাবেই অবাধে চলল ছাপ্পা!

বাদুড়িয়া: ভেবেছিলেন নিজের ভোট নিজেই দেবেন৷ তাই সকাল সকালে দাঁড়িয়ে ছিলেন ভোটের লাইনে৷ পাট ভাঙা তাঁতের শাড়ি, সঙ্গে ভোটের কার্ড হাতে পৌঁছে গিয়েছিলেন বুথে৷ দীর্ঘ লাইনে অপেক্ষার পর যখন ভোট দেওয়ার সুযোগ এল, ঠিক তখনই চোখে সামনেই লুট হল মূল্যবান ভোটার৷ মহিলা ভোটের হয়ে ইভিএমে বোতাম টিপে দিলেন তৃণমূলের মহিলা এজেন্ট! সব দেখেও চুপ প্রিসাইডিং

ঠিক এভাবেই অবাধে চলল ছাপ্পা!

বাদুড়িয়া: ভেবেছিলেন নিজের ভোট নিজেই দেবেন৷ তাই সকাল সকালে দাঁড়িয়ে ছিলেন ভোটের লাইনে৷ পাট ভাঙা তাঁতের শাড়ি, সঙ্গে ভোটের কার্ড হাতে পৌঁছে গিয়েছিলেন বুথে৷ দীর্ঘ লাইনে অপেক্ষার পর যখন ভোট দেওয়ার সুযোগ এল, ঠিক তখনই চোখে সামনেই লুট হল মূল্যবান ভোটার৷ মহিলা ভোটের হয়ে ইভিএমে বোতাম টিপে দিলেন তৃণমূলের মহিলা এজেন্ট!

সব দেখেও চুপ প্রিসাইডিং অফিসার৷ এত কাজের চাপ, কে কী করছে তা তাঁর পক্ষে দেখা অসম্ভব বলেও সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন বাদুড়িয়ার বুথে৷ বুথের মধ্যে অবাধে ছাপ্পা, সঙ্গে বুথের বাইরে অবৈধ জমায়েতেরও অভিযোগ উঠেছে৷

যাদবপুর লোকসভা কেন্দ্রের রানিগাছিতে ছাপ্পা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিকাশরঞ্জন ভট্টাচার্য।ছিট কালিকাপুর প্রাইমারি স্কুল, বুথ নং.১০৪-১১০-এ তৃণমূল কর্মীরা সিপিএমের এজেন্টদের বার করে দিয়ে, সামনে দাঁড়িয়ে ভোট দেওয়াচ্ছে, অভিযোগ। বারুইপুরের একাংশে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের।বসিরহাটের মিনাখাঁয় বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

ঠিক এভাবেই অবাধে চলল ছাপ্পা!অন্যদিকে, বুথের মধ্যে ঢুকে দিয়ে কোথায় ভোট দিতে হবে, ভোটারদের নির্দেশ তৃণমূলের বুথ সভাপতির৷ সব দেখেও চুপ পোলিং অফিসার৷ বুথে ঢোকার অনুমতি না থাকায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলল অবাধ ছাপ্পা৷ বারুইপুরের ২৫১ নম্বর বুথের ঘটনা৷

অভিযুক্ত বুথ সভাপতি আজিজুল রহমান দাবি, তিনি কাউকে কোনও নির্দেশ দেননি৷ শুধু ভোটারদের সাহায্য করেছেন৷ তাঁরা কাছে এসে ভোটাররা জিজ্ঞাস করছেন, কীভাবে ভোট দিতে হবে৷ আর তাই তিনি উপযাচকের ভূমিকা নিয়ে ভোটারের হয়ে ইভিএমের বোতাম টিপে দেচ্ছিন৷

এই ঘটনার প্রকাশ্যে আসছে পোলিং অফিসার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন আমজনতা৷ অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি তুলেছেন ওই বুথের ভোটাররা৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন৷ তবে, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেয়নি কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *