২১ জুলাই: দেশকে স্বাধীন করার ডাক ফিরহাদের

কলকাতা: আজ ২১ জুলাইয়ের সমাবেশে ফের প্রমাণ করার চ্যালেঞ্জ টিম তৃণমূলের৷ লোকসভা ভোটে রাজ্যে দলের ফল আশানুরূপ না হলেও তিনিই যে এই মুহূর্তে গোটা দেশে মোদিবিরোধী শিবিরের মধ্যমণি, তাও আজ তুলে ধরার তাগিদ রয়েছে ঘাসফুল নেতৃত্বের৷ তাঁর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, ২৬তম শহিদ দিবসে ভিড়ও উপছে পড়েছে৷ রাজ্যের নানা প্রান্তে বিজেপির বাড়বাড়ন্ত সত্ত্বেও আজকের

২১ জুলাই: দেশকে স্বাধীন করার ডাক ফিরহাদের

কলকাতা: আজ ২১ জুলাইয়ের সমাবেশে ফের প্রমাণ করার চ্যালেঞ্জ টিম তৃণমূলের৷ লোকসভা ভোটে রাজ্যে দলের ফল আশানুরূপ না হলেও তিনিই যে এই মুহূর্তে গোটা দেশে মোদিবিরোধী শিবিরের মধ্যমণি, তাও আজ তুলে ধরার তাগিদ রয়েছে ঘাসফুল নেতৃত্বের৷ তাঁর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, ২৬তম শহিদ দিবসে ভিড়ও উপছে পড়েছে৷ রাজ্যের নানা প্রান্তে বিজেপির বাড়বাড়ন্ত সত্ত্বেও আজকের ঐতিহাসিক সমাবেশে জননেত্রীর বক্তব্য শোনার জন্য শুরু হয়েছে বিশাল জমায়েত৷ এবারের ২১ জুলাইয়ের একটাই লক্ষ্য, ইভিএম নয়, ব্যালট চাই৷

আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দেশকে স্বাধীন করার ডাক দেন ফিরহাদ হাকিম৷ সিপিএমের হাত থেকে বাংলাকে স্বাধীন করার পর এবার দেশ স্বাধীনের ডাক দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ বলেন, আজ দেশের স্বাধীনতা বিপন্ন৷ দেশের স্বধীনতা ফিরয়ে আনতে তৃণমূল লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + six =