কলকাতা পুরসভার অধিবেশনেও ’জয় শ্রীরাম’ ধ্বনি

কলকাতা: এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনির আঁচ পড়ল কলকাতা পুরসভার অধিবেশনে। সাময়িক হট্টগোলও হল। মঙ্গলবার অধিবেশনে বিজেপির পুর পরিষদীয় দলনেত্রী মীনাদেবী পুরোহিত স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের নিকাশিনালা সংক্রান্ত সমস্যার বিষয়টি উত্থাপন করেন। সেখানে বক্তব্য রাখার পর তিনি ‘বন্দেমাতরম, ভারত মাতা কী জয়’, বলার পর ‘জয় শ্রীরাম’ বলেন। আর তাতেই রে রে করে ওঠেন শাসকদলের কাউন্সিলাররা। এভাবে পুর

2b7afc1eee75777147c5f2ff37757ffe

কলকাতা পুরসভার অধিবেশনেও ’জয় শ্রীরাম’ ধ্বনি

কলকাতা: এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনির আঁচ পড়ল কলকাতা পুরসভার অধিবেশনে। সাময়িক হট্টগোলও হল। মঙ্গলবার অধিবেশনে বিজেপির পুর পরিষদীয় দলনেত্রী মীনাদেবী পুরোহিত স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের নিকাশিনালা সংক্রান্ত সমস্যার বিষয়টি উত্থাপন করেন।

সেখানে বক্তব্য রাখার পর তিনি ‘বন্দেমাতরম, ভারত মাতা কী জয়’, বলার পর ‘জয় শ্রীরাম’ বলেন। আর তাতেই রে রে করে ওঠেন শাসকদলের কাউন্সিলাররা। এভাবে পুর অধিবেশনে ‘জয় শ্রীরাম’ বলা যায় না বলে শাসকদলের কাউন্সিলাররা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পাল্টা নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং বলতে উঠে বিজেপির এই স্লোগানকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি স্পষ্ট করে বলেন, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে বিজেপি প্রমাণ করতে চাইছে, তারাই একমাত্র রামভক্ত। কিন্তু রাম হিন্দু ছিলেন না। আর্য ছিলেন। বিজেপি কোন রামের ভক্ত, শ্রীরামের না নাথুরাম গড্঩সের? শ্রীরাম তো সীতাদেবীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *