কলকাতা: শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করে দলত্যাগ করলেন না তিনি। বরং ভুল বোঝাবুঝি মিটিয়ে দলেই থেকে গেলেন। কথা হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে। অরূপ রায়ের সঙ্গে বৈঠকের পর তিনি তৃণমূলেই থাকার সিদ্ধান্ত নেন। সরাসরি বললেন, “দলেই থাকব। দিদিকে দুঃখ দিয়ে বাঁচতে পারব না।”
কিছুদিন থেকেই তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে যাওয়ার কথা শোনা যাচ্ছে। দলবদলের আশঙ্কা ছিল জিতেন্দ্র তিওয়ারিরও। এই নিয়ে শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর সঙ্গে কথা বলেন। আলোচনার পর অরূপ বিশ্বাস বলেন, “জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং রয়েছেন। মমতার সৈনিক হিসেবে তিনি দীর্ঘদিন লড়াই করছেন।” আর জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য তাঁর আচরণে দুঃখ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “দিদিকে দুঃখ দিয়ে পৃথিবীতে বাঁচতে পারব না। দলেই আছি। দল ছাড়ছি না। ইস্তফা গ্রহণ না করতে অনুরোধ করব। দিদির কাছে গিয়ে ক্ষমা চাইব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি জানান, “আমি এত বড় নেতা নই দিদির সঙ্গে কথা বলব। দলের হয়েই কাজ করব। ভুল বোঝাবুঝি ছিল। আমারই দোষ। দিদির সঙ্গে দেখা করে প্রণাম করব।”
প্রসঙ্গত, রাজ্যের কারণে স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রের টাকা আসেনি একথা বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লেখেন জিতেন্দ্র তিওয়ারি। তারপরই কলকাতার মেয়রের সঙ্গে তাঁর বাকযুদ্ধ শুরু হয়। এদিনের বৈঠকের পর ফিরহাদ হাকিম প্রসঙ্গে জিতেন্দ্রর ডিপ্লোমেটিক জবাব, “উনি সিনিয়র নেতা।”