বালুরঘাট: দ্বিতীয় দফায় ছিল খিচুড়ি বিলির অভিযোগ৷ ভোটারদের হাতে ৩০টাকা গুজে জলখাবারের ব্যবস্থা ছিল তৃণমূলের তরফে৷ এবার তৃতীয় দফায় ভোটারদের বিনা মূল্যে ঝালমুড়ি বিলি তৃণমূলের বিরুদ্ধে৷ কমিশনে নালিশ তৃণমূলের৷
মঙ্গলবার ভোট শুরু হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই বালুরঘাটের রবীন্দ্রনগর স্কুলে অভিনবভাবে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বিনা মূল্যে ঝালমুড়ি বিলি করছেন এক তৃণমূল কর্মী৷ বিজেপি প্রার্থী জানিয়েছেন, বিষয়টি নির্বাচন কমিশনে জানাবেন তিনি৷ যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেতৃত্ব৷
দ্বিতীয় দফায় টাকা ও খিচুড়ির লোভ দেখিয়ে ভোট কেনার অভিযোগ ওঠে শাসক তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইসলামপুর ও জলপাইগুড়ির ডামডিম চা বাগান। ইসলামপুরের তৃণমূল নেতা গ্রামের বাসিন্দাদের মধ্যে টাকা বিলির খবরটি স্বীকার করে নিলেও ডামডিমে খিচুড়ি দেওয়ার খবরে প্রলোভন মানেনি তৃণমূল নেতৃত্ব।
ইসলামপুরের তৃণমূল নেতা টাকা দেওয়ার অভিযোগ স্বীকার করে নেন। গ্রামের ভোটারদের ৩০ টাকা করে দেওয়া হয়নি, কাউকে ২০ টাকা আবার কাউকে ১০ টাকা করে দেওয়া হয়। যাতে ভোট দিয়ে ফেরার সময় বাচ্চাদের জন্য কেক চকলেট কিনে নিয়ে যেতে পারেন।