কলকাতা: সারদা তদন্তের পর এবার নজরে রোজভ্যালি৷ অর্থ তছরুপ মামলায় এবার রোজভ্যালির বিজ্ঞাপন নেওয়া কলকাতা নাইট রাইডার্সের কর্তাকে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের৷
জানা গিয়েছে, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের কী সম্পর্ক ছিল, কত টাকায় তাদের মধ্যে চুক্তি হয়েছিল? তা জানতে ইতিমধ্যেই শাহরুখ খানের দলের সিইও বেঙ্কি মাইসোরকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ শুক্রবার অর্থ তছরুপ বিরোধী আইনে তাঁকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়৷ একইসঙ্গে রেকর্ড করা হয় তাঁর বয়ান৷
আইপিএল চলাকালীন রোজভ্যালি শাহরুখ খানের দল কেকেআরকে বেশকিছু ম্যাচে স্পন্সর করেছিল৷ তাদের মধ্যে ঠিক কী ধরনের লেনদেন হয়েছিল, রোজভ্যালির সঙ্গে এই বিষয়ে বিস্তারিত বিবরণ চেয়ে পাঠানো হয়৷ একইসঙ্গে রোজভ্যালি সঙ্গে তাদের কীভাবে যোগাযোগ হয়েছিল, কে যোগাযোগ করিয়ে দিয়েছিল, কত টাকার বিনিময় চুক্তি হয়েছিল, চুক্তির বিনিময়ে কেকেকে তাদের কী কী সুযোগ সুবিধা দিয়েছিল, তা বিস্তারিত জানতে চান তদন্তকারী আধিকারিকরা৷
এর আগেও কেকেআর কর্তৃপক্ষকে ডেকেছিল ইডি৷ এ বারও কেকেআর কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়৷ যদিও বেঙ্কি মাইশোর দিনের জেরা প্রসঙ্গে অবশ্য মুখ খোলেননি৷ রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে নাইট রাইডার্সের চুক্তি অনুযায়ী মোটা টাকা লেনদেন হয়েছিল বলে ইডি সূত্রে খবর৷