শীঘ্রই নির্বাচন, মিলবে পূর্ণ রাজ্যের মর্যাদা! কাশ্মীরে বড় ঘোষণা মোদীর

পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পাঁচ বছর পার হয়ে গিয়েছে, এখনও পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি জম্মু-কাশ্মীর। যে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ রয়েছে…

Jammu and Kashmir full statehood status Jammu and Kashmir elections

পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)

পাঁচ বছর পার হয়ে গিয়েছে, এখনও পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি জম্মু-কাশ্মীর। যে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ রয়েছে উপত্যকাবাসীর। কেন সেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে না, তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এবার কাশ্মীরবাসীকে খুশির খবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর (full statehood status)

শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন শীঘ্রই নির্বাচনের মাধ্যমে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর।

মোদী বলেন, (Kashmir elections)

“পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পেতে আর দেরি করতে হবে না জম্মু-কাশ্মীরকে। দিল্লি এবং শ্রীনগরের মধ্যে যে দূরত্ব রয়েছে তা কমানোই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। গত দশ বছরে বিজেপি সরকারের চেষ্টায় কাশ্মীর পুরো বদলে গিয়েছে। যারা মানবতার শত্রু তাঁরা উন্নয়ন চান না। কাশ্মীরে শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর শেষ চেষ্টা করছেন তাঁরা। কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই দিন আসতে আর বেশি দেরি নেই যেদিন কাশ্মীরের মানুষ নিজেরাই ভোট দিয়ে নিজেদের সরকার গড়বেন। তাঁরা জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেবেন। জনপ্রতিনিধিরা বহু সমস্যার সমাধান করবেন। এর চেয়ে ভাল আর কী হতে পারে!”

সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের পরই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ (Jammu and Kashmir development)

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। কেন কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারাবে, সেই প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের পর প্রথম কাশ্মীর সফরে গিয়ে প্রধানমন্ত্রী যে তাতে উচ্ছ্বসিত কাশ্মীরের মানুষ।

শাহের দাবি

জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করতে হবে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বলেছিলেন,

“উপত্যকায় লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এতেই স্পষ্ট নরেন্দ্র মোদী সরকারের কাশ্মীর নীতি কতটা সফল। সংসদে আমি আগেও বলেছি কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়ে গেলেই আমরা রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়া শুরু করে দেব। অনগ্রসর শ্রেণির সমীক্ষার পাশাপাশি বিধানসভা এবং লোকসভা কেন্দ্রগুলির ডি-লিমিটেশন পরিকল্পনা মাফিক ভাবে চলছে। তাই সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে তার আগেই সমস্ত প্রক্রিয়া শেষ করে বিধানসভা নির্বাচন করা হবে জম্মু-কাশ্মীরে। জম্মু-কাশ্মীরে ভোটের হার বৃদ্ধি পেয়েছে। অনেকেই বলেছিলেন উপত্যকার মানুষ নাকি ভারতের সংবিধানে বিশ্বাস করেন না। কিন্তু এই নির্বাচন বুঝিয়ে দিয়েছে সেই ধারণা কতটা ভুল ছিল। কাশ্মীরের মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এটা মোদী সরকারের কাশ্মীর নীতির জয়।”

সবমিলিয়ে রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী জম্মু-কাশ্মীর।

 

আরও পড়ুন-

রাজনীতির ময়দানে হঠাৎ ‘ভ্যানিশ’ নওশাদ! ফের কী প্রাসঙ্গিক হবেন?

অধীর হারতেই প্রদেশ নেতৃত্বকে ‘উপেক্ষা’ করে নবান্নে চিদম্বরম!

শুধুই কেলেঙ্কারি! নিটের পর ইউজিসি-নেট, এখানেও টাকার খেলা

কাশ্মীর শান্ত! মোদী-শাহের দাবি কী ঠিক? বাস্তব বলছে অন্য কথা

Politics:  PM Narendra Modi announces that Jammu and Kashmir will soon get full statehood, ending the current Union Territory status.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *