ফের মমতার সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! ৩ দিনের মধ্যে গ্রেপ্তারির নির্দেশ

কলকাতা: আশঙ্কা আগেই ছিল৷ সতর্ক ছিল পুলিশও৷ গেয়েন্দা সূত্রেও ছিল খবর৷ কিন্তু, তার পরও মমতার যাত্রা পথে বাঁধল বিপত্তি৷ এবার কাঁচরাপাড়ার কর্মিসভায় অংশ নিতে গিয়ে ফের জয় শ্রীরাম ধ্বনির মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার কাঁচরাপাড়ায় সভায় যাওয়ার পথে কল্যাণীর রথতলা মোড়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়৷ কিন্তু, এদিন

e7db5019d9cfeb84eea728a4de1c98b6

ফের মমতার সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! ৩ দিনের মধ্যে গ্রেপ্তারির নির্দেশ

কলকাতা: আশঙ্কা আগেই ছিল৷ সতর্ক ছিল পুলিশও৷ গেয়েন্দা সূত্রেও ছিল খবর৷ কিন্তু, তার পরও মমতার যাত্রা পথে বাঁধল বিপত্তি৷ এবার কাঁচরাপাড়ার কর্মিসভায় অংশ নিতে গিয়ে ফের জয় শ্রীরাম ধ্বনির মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

শুক্রবার কাঁচরাপাড়ায় সভায় যাওয়ার পথে কল্যাণীর রথতলা মোড়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়৷ কিন্তু, এদিন মুখ্যমন্ত্রী কোনও প্রতিক্রিয়া দেননি৷ এদিন, জয় শ্রীরাম ধ্বনিতে বিড়ম্বনায় পড়ে কাঁচরাপাড়ার কর্মীসভা থেকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন দলনেত্রী৷ বলেন, ‘‘আজ বিজেপির কর্মীরা ফেলেক্স, হোডিং কীভাবে ছিঁড়ে দিয়েছে৷ অশান্তি করছে৷ আমি পুলিশকে বলব, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের তিন দিনের মধ্যে যেখান থেকে পারুন, সেখান থেকে গ্রেপ্তার করুন৷’’ পরে বলেন, ‘‘পুলিশ ঠিকঠাক কাজ করছে না৷ পুলিশ যদি কাজ না করে সাধারণ মানুষ কোথায় যাবে?’’

আজ মমতাকে লক্ষ্য করে বিপত্তি বাঁধানো হবে, তা আগেই আশঙ্কা করা হয়েছিল৷ গেয়েন্দা রিপোর্টও ছিল৷ তবুও, তা আজ এড়ানো গেল না৷ যদিও, আগেই বিজেপি সাংসদ অর্জুন সিংহ হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কাঁচরাপাড়ায় স্বাগত জানানো হবে৷ পরিস্থিতি রুখতে প্রশাসন সতর্ক থাকলেও তা এড়ানো যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *