তিনি জননেতা নন, তবুও জহর বিদ্রোহে কেন অস্বস্তিতে পড়ল তৃণমূল?

কলকাতা: জহর সরকার তৃণমূলের মাস লিডার নন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে, এমনটা কোনও দিনই শোনা যায়নি। তৃণমূল দলে যে বা যাঁরা ‘সফিসটিকেটেড…

Jawhar Sarkar Resignation RG Kar case impact

কলকাতা: জহর সরকার তৃণমূলের মাস লিডার নন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে, এমনটা কোনও দিনই শোনা যায়নি। তৃণমূল দলে যে বা যাঁরা ‘সফিসটিকেটেড লিডার’ বলে পরিচিত, তাঁদের মধ্যে অন্যতম হলেন জহর সরকার। তিনি দল ছেড়ে দিলে তার অভিঘাত তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে পড়বে, এমনটা ভেবে নেওয়ার কারণ নেই। (Jahar Sarkar Resignation)

জহর সরকারের পদত্যাগ

কিন্তু তা সত্ত্বেও রবিবার জহর সরকার রাজ্যসভার পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করতেই বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এমনকী খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জহর সরকারকে ফোন করে সিদ্ধান্ত পুনঃবিবেচনার অনুরোধ করেছেন বলে সূত্রের খবর। কিন্তু যতদূর জানা গিয়েছে সিদ্ধান্ত বদলাবেন না তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন তিনি। তার আগের দিন দিল্লি পৌঁছে যাবেন তিনি।

আরজি কর কাণ্ড

রবিবার সকালে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন জহর সরকার। আরজিকর কাণ্ডের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু বিষয়টি নিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েছে এই কারণেই যে, এবার পুরোদমে প্রচার শুরু হয়ে গিয়েছে সুখেন্দু শেখর রায়ের পর তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ বিদ্রোহী হয়ে উঠলেন। অর্থাৎ তৃণমূল ভাঙতে শুরু করেছে আরজি কর কাণ্ডের জেরে। নিঃসন্দেহে এই দাবিতে প্রচার শুরু করে দেবেন বিরোধীরা।

রাজ্য সরকারের কন্ট্রোলের বাইরে

অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের জহর সরকার দল ছাড়লে বিরোধীদের সেই দাবি মান্যতা পাবে বলে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন। সেক্ষেত্রে আরও বেশি করে এই আবহ তৈরি হবে যে, আরজিকর কাণ্ডের জেরে পরিস্থিতি কার্যত রাজ্য সরকারের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। সেই কারণেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তাই জহর সরকার মাস লিডার না হওয়া সত্ত্বেও তৃণমূলের উদ্বেগ বাড়ছে। এটা কোন সংকেত? তা অনুসন্ধানের চেষ্টা করছেন দলীয় নেতৃত্ব। এক তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতি রাতারাতি যে তৃণমূলকে এই অবস্থায় এনে দেবে সেটা ভাবা যায়নি। সবমিলিয়ে জহর সরকারের বিদ্রোহের জেরে একেবারেই স্বস্তিতে থাকছে না বাংলার শাসক দল।

আরও পড়ুন-

বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ!

পুজো মণ্ডপের বাইরে কোন দায়িত্বে থাকবেন বিজেপি নেতাকর্মীরা?

রিজওয়ানুরের পর আরজিকর কাণ্ড, ফের কলকাতা পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন

কোন অঙ্কে সুখেন্দু শেখরের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া কঠিন তৃণমূলের কাছে?

আরজি কর-কাণ্ড: ‘বেসুরো’ শাসক ঘনিষ্ঠ কবি সুবোধ! বিলম্বিত সু-বোধ?

বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের? 

আরজি কর আবহের মধ্যে কোন তথ্য অস্বস্তি বাড়াল তৃণমূলের?

চেন সিস্টেমে এবার উঠে আসবে পরপর নাম? 

Politics: Jahar Sarkar’s resignation over the RG Kar case has created discomfort for TMC. Though not a mass leader, his departure signals deeper unrest within the party. Opposition amplifies claims of the TMC losing control amidst the ongoing political crisis. Jahar Sarkar Resignation. RG Kar case impact.