জগদ্দলে এনকাউন্টার! গুলির লড়াইয়ে খতম দুষ্কৃতী

বারাকপুর: দিন কয়েক শান্ত থাকার পর ফের উত্তপ্ত জগদ্দ৷ পুলিশ-দুষ্কৃতীদের গুলির লড়াই৷ গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক দুষ্কৃতীর মৃত্যু৷ পলাতক আরও এক দুষ্কৃতী৷ পুলিশকে লক্ষ্য করে দফায়-দফায় বোমবাজি৷ জগদ্দলে শ্যুটআউটের ঘটনায় স্থানীয় দুষ্কৃতীর মৃত্যু৷ মৃতের নাম প্রভু সাউ৷ বয়স ২৮ বছর৷ ব্যারাকপুর হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে৷ বৃহস্পতিবার শ্যামনগরের ক্ষুদিরাম মোড়ে রাজু চক্রবর্তী

জগদ্দলে এনকাউন্টার! গুলির লড়াইয়ে খতম দুষ্কৃতী

বারাকপুর: দিন কয়েক শান্ত থাকার পর ফের উত্তপ্ত জগদ্দ৷ পুলিশ-দুষ্কৃতীদের গুলির লড়াই৷ গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক দুষ্কৃতীর মৃত্যু৷ পলাতক আরও এক দুষ্কৃতী৷ পুলিশকে লক্ষ্য করে দফায়-দফায় বোমবাজি৷ জগদ্দলে শ্যুটআউটের ঘটনায় স্থানীয় দুষ্কৃতীর মৃত্যু৷ মৃতের নাম প্রভু সাউ৷ বয়স ২৮ বছর৷ ব্যারাকপুর হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে৷

বৃহস্পতিবার শ্যামনগরের ক্ষুদিরাম মোড়ে রাজু চক্রবর্তী নামের এক দুষ্কৃতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এই ঘটনার পর ফের আশঙ্কা জগদ্দলে৷ পুলিশ দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷

স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে হঠাৎ পরপর গুলির শব্দ পান স্থানীয়রা৷ এরপরই দু’জন দুষ্কৃতী ছুটতে ছুটতে একটি বাড়িতে আশ্রয় নেয়৷ পিছু ধাওয়া করে পুলিশ৷ পুলিশ ওই বাড়িতে আসতেই দুষ্কৃতীরা সরকারি কোয়াটারের ছাদে উড়ে পড়ে৷ তখনও চলতে থাকে গুলি৷ এর পরই অ্যাসবেস্টারের ছাউনি ভেঙে ঘরের মধ্যে পড়ে যায় প্রভু সাউ নামের ওই দুষ্কৃতী৷ এরপরই পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ওই যুক্তকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়৷ চোখের সামনে গোটা ঘটনা ঘটে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *