ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, ভুলাভেদা, ওড়লি, চাকাডোবা, ছুরিমারা, বামুনডিহা এলাকায় রবিবার ভোট প্রচার করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম। প্রার্থীর সাথে সেদিন প্রচারে ছিলন সিপিআই এম জেলা সম্পাদক পুলিন বিহারী বাস্কে সহ স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা। প্রচারের ফাঁকে সেদিন দাওয়ায় বসে দুপুরের আহার সেরে আবার প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী।
সমর্থকের দেওয়া পান্তা ভাত সাথে পেঁয়াজ লংকা দিয়েই দুপুরের খাওয়া সারলেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে জঙ্গলমহলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সেদিন। তাদের দাবি মেহনতি জনগণের জন্য সংসদে চাই লড়াকু নেত্রী দেবলীনা হেমব্রমকে। দেবলীনা হেমব্রমকেই সংসদে চাই জানালো জঙ্গলমহল৷ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, ভুলাভেদা, ওড়লি, চাকাডোবা, ছুরিমারা, বামুনডিহা এলাকায় ভোট প্রচার করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবলীনা হেমব্রম।
প্রার্থীর সাথে সেদিন প্রচারে ছিলন সিপিআই এম জেলা সম্পাদক পুলিন বিহারী বাস্কে সহ স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা। প্রচারের ফাঁকে সেদিন দাওয়ায় বসে দুপুরের আহার সেরে আবার প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী। সমর্থকের দেওয়া পান্তা ভাত সাথে পেঁয়াজ লংকা দিয়েই দুপুরের খাওয়া সারলেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে জঙ্গলমহলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সেদিন। তাদের দাবি মেহনতি জনগণের জন্য সংসদে চাই লড়াকু নেত্রী দেবলীনা হেমব্রমকে।