আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে, কী হয়েছে বলতে পারব না: মুনমুন

আসানসোল: ভোট পর্ব শুরু হতেই আসানসোলের কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসেছে। কিন্তু এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেন কিছুই জানতে পারেননি! ‘বেড টি’ দেরিতে আসায় তাঁর ঘুম ভাঙতে দেরি হয়৷ আর তাই কোথায় গোলমাল হয়েছে তা তিনি জানতেই পারেননি। মুনমুন বলেন, ‘‘আজ বেড টি দিতে অনেক দেরি করেছিল। তাই আমার ঘুমও দেরিতে ভেঙেছে। আর

আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে, কী হয়েছে বলতে পারব না: মুনমুন

আসানসোল: ভোট পর্ব শুরু হতেই আসানসোলের কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসেছে। কিন্তু এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেন কিছুই জানতে পারেননি! ‘বেড টি’ দেরিতে আসায় তাঁর ঘুম ভাঙতে দেরি হয়৷ আর তাই কোথায় গোলমাল হয়েছে তা তিনি জানতেই পারেননি।

মুনমুন বলেন, ‘‘আজ বেড টি দিতে অনেক দেরি করেছিল। তাই আমার ঘুমও দেরিতে ভেঙেছে। আর কী বলব! আমি সত্যিই জানি না কী হয়েছে।’’ আসানসোলের বারাবনির একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তৃণমূল সমর্থকরা তাঁর গাড়ি ধরে বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভকারীদের  দাবি, বাবুল নিজের সঙ্গে কিছু গুন্ডাকে এনে এলাকায় অশান্তি করছে৷ তাই তারা বিক্ষোভ দেখান৷ বাবুলের দাবি, তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট করছিল বলে খবর পেয়ে তিনি ছুটে যান৷

তাঁর প্রতিদ্বন্দ্বী অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মুনমুন বলেন, ‘‘দয়া করে ওঁর নাম নেবেন না। তাহলে আমি কথা বলব না৷’’ তাঁকে নির্বাচনের সন্ত্রাসের প্রসঙ্গ জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আপনার বয়স কম৷ তাই বামপন্থীদের সময় এখানে কী হত তা আপনি জানেন না। এটা শুধু বাংলায় নয়, গোটা দেশেই হয়৷’’ যাই হোক না কেন এই আসন যে তাঁর দখলে থাকবে তা নিয়ে নিশ্চিত মুনমুন। তিনি বলেন, ‘‘তৃণমূল আসনটি জিতে গিয়েছে। এর পরে যা হওয়ার হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *