মমতার বাগড়ায় ব্যর্থ হয়েছে ইসরোর চন্দ্রযান: দিলীপ

কলকাতা: ফের বিস্ফোরক দিলীপ ঘোষ৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ইসরোর চন্দ্রযানের ‘ব্যর্থতা’কে দায়ী করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সাংবাদিক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই বাগড়া দেন৷ আর সেই কারণে চন্দ্রযান ‘ব্যর্থ’ হয়েছে৷ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের আরগ্য থেকে ইসরোর

মমতার বাগড়ায় ব্যর্থ হয়েছে ইসরোর চন্দ্রযান: দিলীপ

কলকাতা: ফের বিস্ফোরক দিলীপ ঘোষ৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ইসরোর চন্দ্রযানের ‘ব্যর্থতা’কে দায়ী করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সাংবাদিক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই বাগড়া দেন৷ আর সেই কারণে চন্দ্রযান ‘ব্যর্থ’ হয়েছে৷

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের আরগ্য থেকে ইসরোর চন্দ্রযানের প্রসঙ্গে মন্তব্য করতে থাকেন তিনি৷ চন্দ্র অভিযান ‘ব্যর্থতা’ প্রসঙ্গ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন দিলীপ৷ ঘোষণা করেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই বাগড়া দিয়ে থাকেন৷ কারো ভালো চান না তিনি৷ ইসরোর চন্দ্র নিয়েও বাগড়া দিয়েছেন৷ আর সেই কারণে আজ চন্দ্রযান ব্যর্থ হয়েছে৷’’

ইতিমধ্যেই হুগলির পুড়শুড়া থেকে দিলীপ ঘোষ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করতে গিয়ে ‘বাঙালি মানেই চিটিংবাজ’ বলেও তিনি মন্তব্য করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি৷ রাজ্যজুড়ে তোলাবাজি বন্ধ করার বিষয়ে তৃণমূলকে হটানোর ডাক দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘বাঙালি মানেই আজ চোর চিটিংবাজ হয়ে গিয়েছে৷ এই বদনাম ঘোচাতে পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার৷’’

অন্যদিকে, অসমের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মন্তব্য করতে গিয়ে শুক্রবার বিধানসভায় চন্দ্রযান প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি নেতাদের চাঁদে ফ্ল্যাট কেনার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বিধানসভা সূত্রে খবর, শুক্রবার অধিবেশনের শেষ লগ্নে এনআরসি প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে ইসরোর চন্দ্রাভিযানের সাফল্যে বিজেপিকে খোঁচা দেন মমতা৷ বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সব সময় সাফল্য দাবি করে৷ কিন্তু ব্যর্থতা মেনে নেয় না৷ এমন করে বোঝানো হচ্ছে, যাতে ইসরোর চন্দ্র অভিযানের সাফল্য নরেন্দ্র মোদি সরকারের৷ এই অভিযানের পিছনে কাদের কৃতিত্ব রয়েছে সেটি উল্লেখ করা হচ্ছে না৷ দেশের আর্থিক মন্দা পরিস্থিতি থেকে দেশের নজর ঘোরাতে উঠে পড়েছে কেন্দ্র৷ আজ যখন চাঁদের বুকে পৌঁছানো যাচ্ছে, তখন বিজেপির নেতারা চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে থাকুন৷ সেটাই ভাল হবে৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপির বিধায়করা৷ হৈ হট্টগোল শুরু করে দেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =