বিজেপিকে রুখতে এবার কি মমতা-সিপিএম জোট? কী বলছে হিসেব-নিকেশ?

আজ বিকেল: রাজ্যে গেরুয়া ঝড়ে এবার দেখা যেতে পারে চমকপ্রদ জোট। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, নদিয়া থেকে বনগাঁ- রাজ্যের প্রায় সর্বত্র বিজেপির দাপটে কোণঠাসা তৃণমূল আর নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামেরা কি এক জায়গায় আসতে চলেছে? এই প্রশ্নটাই এখন রাজ্য রাজনীতির গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে। সঙ্কটে পড়লে মানুষ চিরশত্রুকেও বন্ধু বানায়। ভারতীয় রাজনীতিতে কথাটা আরও সত্যি।

ab79c9989d59c375861c58108107993e

বিজেপিকে রুখতে এবার কি মমতা-সিপিএম জোট? কী বলছে হিসেব-নিকেশ?

আজ বিকেল: রাজ্যে গেরুয়া ঝড়ে এবার দেখা যেতে পারে চমকপ্রদ জোট। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, নদিয়া থেকে বনগাঁ- রাজ্যের প্রায় সর্বত্র বিজেপির দাপটে কোণঠাসা তৃণমূল আর নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামেরা কি এক জায়গায় আসতে চলেছে? এই প্রশ্নটাই এখন রাজ্য রাজনীতির গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে। সঙ্কটে পড়লে মানুষ চিরশত্রুকেও বন্ধু বানায়। ভারতীয় রাজনীতিতে কথাটা আরও সত্যি। এবার যেমন বিজেপি-কে ঠেকাতে উত্তরপ্রদেশে যুযুধান দু পক্ষ সমাজবাদী পার্টি (এসপি) -বিএসপি হাত মিলিয়েছিল। অতীতে যেমন বিহারের যুযুধান দুই পক্ষ লালু-নীতীশ হাতে মিলিয়েছিলেন। সেই মডেলে কি এবার তৃণমূল-সিপিএম হাত মেলাবে?

বামেদের ভোট কমতে কমতে একেবারে তলানিতে ঠেকেছে। সংখ্যার বিচারে রাজ্য রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক বামেরা। কিন্তু এরপরেও বামেদের দরকার মমতার। কারণ বাম ভোট ব্যাঙ্ক আবার লাল দিকে ফিরলে, বিজেপির উত্থান রোখা যাবে। পাশাপাশি বাম সংগঠনও এখন মমতাকে সাহায্য করতে পারে। একটা জিনিস পরিষ্কার, বামেরা প্রাসঙ্গিক না হলে, বিজেপির উত্থান কোনও মতেই ঠেকানো যাবে না। এখন মমতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হারানো জমি ফেরানো। বিজেপি-র থেকে হারানো জমি ফেরানো অত সরহজ কাজ নয়। যেখানে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি এখন একেবারে ধরাছোঁয়ার বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *