এটা কি ক্লাবঘর? না বিধানসভা? বিধায়কদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ

কলকাতা: আজ সোমবার শুরু হয়েছে বিধানসভার অধিবেশন৷ কিন্তু অধিবেশনের শুরুতেই তাল কাটল অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কড়া ধমক৷ শোক প্রস্তাব চলাকালীন বিধায়কদের আচার-আচরণ ও তারস্বরে মোবাইল বেজে ওঠাকে কেন্দ্র করে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ নিয়ম অনুযায়ী বিধানসভার অধিবেশন শুরুতেই শোক প্রস্তাব আনা হয়৷ সোমবার নিয়ম মেনেই অরুণ জেটলি থেকে সুষমা স্বরাজ, শীলা

এটা কি ক্লাবঘর? না বিধানসভা? বিধায়কদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ

কলকাতা: আজ সোমবার শুরু হয়েছে বিধানসভার অধিবেশন৷ কিন্তু অধিবেশনের শুরুতেই তাল কাটল অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কড়া ধমক৷ শোক প্রস্তাব চলাকালীন বিধায়কদের আচার-আচরণ ও তারস্বরে মোবাইল বেজে ওঠাকে কেন্দ্র করে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

নিয়ম অনুযায়ী বিধানসভার অধিবেশন শুরুতেই শোক প্রস্তাব আনা হয়৷ সোমবার নিয়ম মেনেই অরুণ জেটলি থেকে সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত ও অজয় মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রস্তাব আনা হয় বিধানসভায়৷ অভিযোগ, শোক প্রস্তাব চলাকালীন বিধায়কদের লাগামছাড়া মনোভাব ও ফোন বেজে ওঠায় চূড়ান্ত ক্ষুব্ধ হয়ে বিধায়কদের তীব্র কটাক্ষ করেন৷ শোক প্রস্তাব পাঠ করার পর ফের বিধায়কদের ফোন বেজে ওঠায় ক্ষোভে ফেটে পড়েন অধ্যক্ষ৷

অধিবেশন চলাকালীন প্রকাশ্যেই বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এটা কী হচ্ছে এসব? বিধায়করা ওদিকে-ওদিকে ঘুরে বেড়াচ্ছেন৷ কারও কারও ফোন বেজে উঠছে৷ দয়াকরে বিধানসভাকে ক্লাব ঘর বানাবেন না৷ কারণ আপনারা বাংলার মানুষের প্রতিনিধি৷ ফলে নিজের কর্তব্যের উপর বেশি গুরুত্ব দিন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + eleven =