নয়াদিল্লি: পরিববর্ত হতে পারে ভোটের সময়৷ সময় বদলানোর দেশের শীর্ষ আদালতের৷ বিষয়টি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে কমিশনকে নির্দেশ কমিশনকে৷
আদালত সূত্রে খবর, সকাল ৭টার পরিবর্তে ভোর ৫টা থেকে ভোট শুরু করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। রমজান মাস ও রাজস্থান-সহ অন্য এলাকায় দাবদাহের জন্য বাকি দফার লোকসভা ভোটের সময় সকাল ৭টার পরিবর্তে ৫টায় করা যায় কিনা সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলল দেশের শীর্ষ আদালত।
Supreme Court asks Election Commission to decide on pleas for re-scheduling the voting time from 7 am to 5 am in General Election during the month of Ramzan coinciding with the rest of the phases and due to heat-wave conditions in Rajasthan and other areas. pic.twitter.com/Nd952ZxZQ4
— ANI (@ANI) May 2, 2019
ভোটের মধ্যে রমজান শুরু হওয়ায় আগে আগে ভোটের নির্ঘণ্ট বদলের আর্জি জানায় প্রদেশ কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়, ‘‘সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে তাঁদের মতাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারকে কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে।’’ পাশাপাশি রমজান মাসে ভোট করা নিয়ে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘‘রমজান মাসে নির্বাচনের দিনক্ষণগুলি বিবেচনার আর্জি রাখছি।’’ আগামী রবিবার থেকে শুরু হচ্ছেন পবিত্র রমজাম৷ একই ভাবে তৃণমূলের তরফে ভোটের দিনক্ষণ নিয়ে আপত্তি তোলা হয়৷
রমজান মাসে রোজা রাখা অর্থাৎ সূর্যোদয় (ফজর) থেকে থেকে সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত উপবাসে থাকা ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের একটি। ফজরের আগে একবার খাদ্যগ্রহন (সেহরি) করেন মুসলমানরা। এরপর সেই উপবাস ভঙ্গ হয় মাগরিবের নামাজের পর ইফতার-এর খাদ্যগ্রহনের মধ্য দিয়ে।