কলকাতা: রাজ্যের সম্মতি ছাড়া বদলানো হবে না স্টেশনের নাম৷ বিজ্ঞপ্তি জারি করে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখার জল্পনায় জল ঢালল রেল মন্ত্রক৷ এর আগে বর্ধমান স্টেশনের পরিবর্তনের ঘোষণা করে খোদ অমিত শাহের মন্ত্রক৷ স্টেশনের নাম বদল নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়৷ ক্ষোভ প্রকাশ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্টেশনের নাম বদল নিয়ে বিতর্ক তৈরি হতেই এবার বিজ্ঞপ্তি দিয়ে তা খারিজ করল রেল৷
স্টেশনের নাম বর্ধমান জংশন থাকবে বলেই মঙ্গলবার জানিয়ে দিয়েছে রেলমন্ত্রক। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ঘোষণা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে নাম রাখা হবে বর্ধমান স্টেশনের৷ কিন্তু তারপর এই নামবদল নিয়ে বিতর্ক শুরু হয়। মনে করা হচ্ছে, এই বিতর্কের মাঝে পড়েই নামবদল থেকে বিরত রইল রেল।
রেলমন্ত্রকের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে অন্য কথা বলা হযেছে। কোনও জায়গার নাম বদল করতে হলে প্রথমে রাজ্যের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে রাজ্যের তরফে এমন কোনও আবেদন আসেনি৷ এমনকী স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও তাদের কিছু জানানো হয়নি বলে জানিয়েছে রেলমন্ত্রক।
পাটনায় বটুকেশ্বর দত্তের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে ‘বর্ধমান জংশন’ স্টেশনের নাম ‘বটুকেশ্বর দত্ত জংশন’ করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। খবর এসে পৌঁছায় বর্ধমানেও। আর এরপরই বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন নিয়ে জোর জল্পনা শুরু হয়। তীব্র আপত্তি জানায় জৈন সম্প্রদায়। কারণ তাদের মতে, ২৪তম জৈন তীর্থঙ্কর বর্ধমানা স্বামীর নামানুসারেই এখানকার নাম হয়েছে বর্ধমান।