ক্ষমতা কেড়ে সব্যসাচীকে ‘ভাতে মারা’র চেষ্টা তৃণমূলের? পিছনে কি প্রশান্তের হাত?

কলকাতা: মেয়র পদ খোয়ালেন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত৷ তাঁর পরিবর্তে দায়িত্ব পেলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ আপাতত তিনি দেখবেন বিধাননগর পুরসভার কাজ৷ কিন্তু সব্যসাচীকে দল থেকে না সরিয়ে হঠাৎ কেন মেয়র পদ থেকে করা হল অপসারণ? এই নিয়েও উঠছে প্রশ্ন৷ ক্ষমতার অলিন্দ থেকে সরিয়ে এনে সব্যসাচী দত্তের রাজনৈতিক ক্যারিয়ারে ইতি টানার চেষ্টা তৃণমূলের? সরাসরি

ক্ষমতা কেড়ে সব্যসাচীকে ‘ভাতে মারা’র চেষ্টা তৃণমূলের? পিছনে কি প্রশান্তের হাত?

কলকাতা: মেয়র পদ খোয়ালেন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত৷ তাঁর পরিবর্তে দায়িত্ব পেলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ আপাতত তিনি দেখবেন বিধাননগর পুরসভার কাজ৷ কিন্তু সব্যসাচীকে দল থেকে না সরিয়ে হঠাৎ কেন মেয়র পদ থেকে করা হল অপসারণ? এই নিয়েও উঠছে প্রশ্ন৷

ক্ষমতার অলিন্দ থেকে সরিয়ে এনে সব্যসাচী দত্তের রাজনৈতিক ক্যারিয়ারে ইতি টানার চেষ্টা তৃণমূলের? সরাসরি দল থেকে সাসপেন্ড না করে ক্ষমতা কেড়ে নেওয়ার পিছনে কি ঘুরিয়ে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দলে রেখে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মাস্টারস্ট্রোকের পিছনে কি হাত রয়েছে প্রশান্ত কিশোরের? উঠছে জোর জল্পনা৷ কেননা, এ যাবৎকালে বহু তৃণমূল নেতাকে সরাসরি ছ’বছরের সাসপেন্স করেছে তৃণমূল৷ সেক্ষেত্রে অন্যদলে পা বাড়াতে বাড়তি সুবিধা দিয়েছেন তাঁরা৷ কিন্তু, সব্যসাচীর ক্ষেত্রে সেই একই খাঁড়া ঝুললেও সাসপেন্সের পথে এখনও হাটেনি তৃণমূল৷ তৃণমূল থেকে সাসপেন্স হলে ঝাঁড়া হাত-পায়ে তিনি অন্যদলে যোগ দিতেই পারতেন৷ কিন্তু, বিতর্কে থাকা সব্যসাচীর ক্ষমতা কেড়ে নিয়ে ঘুরিয়ে শাস্তির দেওয়া ঘিরেও তৈরি হয়েছে নয়া জল্পনা৷ পরিস্থিতি যা, তাতে দল ছাড়তে হলে সব্যসাচীকে নিজে থেকেই উদ্যোগ নিতে হবে৷ সব্যসাচী যদি নিজে থেকেই দল ছাড়েন, তাহলে একদিকে যেমন দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা কম, ঠিক তেমনিই রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সব্যসাচীর৷ সেক্ষেত্রে ক্ষমতা না থাকা সব্যসাচী আদৌও দলে থাকবেন কি না, তাও নিয়েও বাড়ছে জল্পনা৷ রাতারাতি ক্ষমতা চলে যাওয়ার যন্ত্রণা কী, তা খুবই ভাল যানেন, ক্ষমতায় থাকা নেতারা৷ এই নিয়েঅ জোর চর্চা পর্যবেক্ষক মহলের একাংশের৷

সব্যসাচীর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে? সিদ্ধান্ত দলের নিয়ম-শৃঙ্খলা রক্ষা কমিটির উপরই ছেড়ে দিলেন ফিরহাদ হাকিম৷ আজ, কাউন্সিলারদের ডাকা বৈঠক থেকে থেকে উঠে আসা মতামত দলকে জানানো হবে সাফ জানিয়ে দিলেন ফিরহাদ৷ আজ তাঁরা কাজ ছিল পর্যবেক্ষণ৷ সেটাই তিনি করেছেন বলেও বৈঠক শেষে জানালেন পুরমন্ত্রী৷

বৈঠক শেষে কলকাতা পুরসভার মেয়ক বলেন, ‘‘কাউন্সিলরা তাঁদের মতামত জানিয়েছেন৷ এই মতামত দলনেত্রীকে জানিয়ে দেওয়া হবে৷ দলনেত্রীর নির্দেশে যা ব্যবস্থা নেওয়ার দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেমে৷ কেউ দলের শৃঙ্খলা না মেলে চলে, তাঁর বিরুদ্ধে নেত্রী ব্যবস্থা নেবেন৷’’

সব্যসাচী দত্তের ভবিষ্যৎ নির্ধারণে আজ ডাকা হয় জরুরি বৈঠক৷ বিদ্যুৎ ভবনে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরদলের নেতা ফিরহাদ হাকিম আজ বেলা দেড়টায় তৃণমূল ভবনে দলের বিধাননগরের সব কাউন্সিলারকে ডেকে বৈঠক করা হয়৷ এদিনের এই বৈঠকে অধিকাংশ কাউন্সিলার অংশ নেন৷ বিধাননগর পুরসভার ৪১ জন কাউন্সিলারের মধ্যে সব্যসাচীকে নিয়ে তৃণমূলের কাউন্সিলার সংখ্যা ৩৯৷ সব্যসাচীকে বাদ দিয়ে বাকি ৩৮ জনকে আজ বৈঠকে ডাকা হয়৷

এর আগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সব্যসাচী যা করেছেন, তা অত্যন্ত অন্যায়৷ দলে থাকতে হলে অনুশাসন ও আনুগত্য মেনে চলতে হবে৷ না মানলে থাকার দরকার নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *