কলকাতা: আদৌও কি বিজেপিতে নাম লেখাচ্ছেন বিধান নগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জবাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়৷
সংবাদমাধ্যমে মুকুল রায় স্বীকার করে নিয়েছেন, বহুদিন ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা চলছিল সব্যসাচী দত্তের৷ এবার উচ্চ নেতৃত্ব সঙ্গে কথা বলার পর আগামীকাল বিজেপিতে যোগদান করছেন সব্যসাচী দত্ত৷ আমার সঙ্গে ওঁর কথা হয়েছে৷ মঙ্গলবার সব্যসাচী দত্তের সঙ্গে স্থানীয় বেশকিছু অনুগামী বিজেপিতে যোগদান করবে বলে জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়৷ তবে সব্যসাচীর সঙ্গে বিধাননগর পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগদান করবেন কি না তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি মুকুল৷
জানা গিয়েছে, মঙ্গলবার এনআরসি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমকালো আয়োজন করা হয়েছে সেই বৈঠকের প্রস্তুতি হিসেবে৷ সেখানেই বক্তব্য রাখবেন বিজেপি সভাপতি৷ সেই অনুষ্ঠানের আগে মেয়র সব্যসাচী দত্ত যোগদান করতে পারেন বিজেপিতে৷
বিজেপি সূত্রে খবর, প্রথমে ঠিক হয়েছিল সল্টলেকে সব্যসাচী দত্তের হাতে বিজেপি পতাকা হাতে তুলে নেবেন অমিত শাহ৷ কারণ বিডি ব্লকের উদ্বোধনে যাচ্ছে৷ তবে সোমবার চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন ঘটে যায়৷ ক্লাব কমিটির একাংশের তুমুল আপত্তিতে ভেস্তে যায় সেই পরিকল্পনা৷ ক্লাব কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, অমিত সাহা পুজো উদ্বোধন করতে আসলে তাঁদের কোনও আপত্তি নেই৷ তবে তাঁকে বিজেপি নেতা হিসেবে নন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুজোর উদ্বোধন করবেন৷ ফলে, সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা বাতিল করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছে৷ যদিও এ ব্যাপারে রাজ্য বিজেপির নেতারা মুখে কিছু বলতে পারেননি৷ সব্যসাচী দত্তকে ফোন করা হলেও ধরেননি ফোন৷
এই বিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, যদি সব্যসাচী দত্ত বিজেপিতে যোগদান করেন, তাহলে তাঁকে স্বাগত৷ অমিত শাহের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন, তাহলে তাঁর দলে গুরুত্ব বেড়ে যাবে বলেও জানিয়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷