কলকাতা: আজ, সল্টলেকের মেয়র সব্যসাচী দত্তের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠক ডেকেও বেরিয়ে এল না কোনও ফয়সলা৷ সব্যসাচীর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে? সিদ্ধান্ত দলের নিয়ম-শৃঙ্খলা রক্ষা কমিটির উপরই ছেড়ে দিলেন ফিরহাদ হাকিম৷ আজ, কাউন্সিলারদের ডাকা বৈঠক থেকে থেকে উঠে আসা মতামত দলকে জানানো হবে সাফ জানিয়ে দিলেন ফিরহাদ৷ আজ তাঁরা কাজ ছিল পর্যবেক্ষণ৷ সেটাই তিনি করেছেন বলেও বৈঠক শেষে জানালেন পুরমন্ত্রী৷
বৈঠক শেষে কলকাতা পুরসভার মেয়ক বলেন, ‘‘কাউন্সিলরা তাঁদের মতামত জানিয়েছেন৷ এই মতামত দলনেত্রীকে জানিয়ে দেওয়া হবে৷ দলনেত্রীর নির্দেশে যা ব্যবস্থা নেওয়ার দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেমে৷ কেউ দলের শৃঙ্খলা না মেলে চলে, তাঁর বিরুদ্ধে নেত্রী ব্যবস্থা নেবেন৷’’
সব্যসাচী দত্তের ভবিষ্যৎ নির্ধারণে আজ ডাকা হয় জরুরি বৈঠক৷ বিদ্যুৎ ভবনে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরদলের নেতা ফিরহাদ হাকিম আজ বেলা দেড়টায় তৃণমূল ভবনে দলের বিধাননগরের সব কাউন্সিলারকে ডেকে বৈঠক করা হয়৷ এদিনের এই বৈঠকে অধিকাংশ কাউন্সিলার অংশ নেন৷ বিধাননগর পুরসভার ৪১ জন কাউন্সিলারের মধ্যে সব্যসাচীকে নিয়ে তৃণমূলের কাউন্সিলার সংখ্যা ৩৯৷ সব্যসাচীকে বাদ দিয়ে বাকি ৩৮ জনকে আজ বৈঠকে ডাকা হয়৷
এর আগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সব্যসাচী যা করেছেন, তা অত্যন্ত অন্যায়৷ দলে থাকতে হলে অনুশাসন ও আনুগত্য মেনে চলতে হবে৷ না মানলে থাকার দরকার নেই৷’’