কাশ্মীর শান্ত! মোদী-শাহের দাবি কী ঠিক? বাস্তব বলছে অন্য কথা

শান্তি ফিরেছে কাশ্মীরে? (Kashmir peace claims) উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর সেখানে শান্তি ফিরে এসেছে। কাশ্মীর এখন অনেক শান্ত। সেখানে নতুন করে পর্যটনের জোয়ার…

Kashmir peace claims

শান্তি ফিরেছে কাশ্মীরে? (Kashmir peace claims)

উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর সেখানে শান্তি ফিরে এসেছে। কাশ্মীর এখন অনেক শান্ত। সেখানে নতুন করে পর্যটনের জোয়ার এসেছে। এই দাবি বহুবার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রচারেও এই দাবি করতে দেখা গিয়েছে তাঁদের।

মোদী-শাহের  দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

কিন্তু কাশ্মীরে ধারাবাহিকভাবে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে মোদী-শাহের সেই দাবির যৌক্তিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল। মাত্র ৬০ ঘণ্টার মধ্যে তিন তিনটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে উপত্যকায়। তাতে শহিদ হয়েছেন এক জওয়ান। কাশ্মীরে কাঠুয়া ও তারপর ডোডায় পর পর জঙ্গি হামলা হয়েছে। তাতে শহিদ হয়েছেন এক জওয়ান। সোমবার কাঠুয়ার হীরানগর এলাকায় সাইদা গ্রামে জঙ্গির হামলা চালালে তিন গ্রামবাসী আহত হন। জঙ্গিদের সন্ধান পেয়েই তাদের ঘিরে ফেলে কাশ্মীর পুলিশ তথা যৌথবাহিনী।

যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি

যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। এরপর সেনার এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ হয়। বাকি জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। আর মঙ্গলবার গভীর রাতে জম্মুর ডোডা জেলায় ভাদেরওয়া-পাঠানকোট সড়কে রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের যৌথ চেকপোস্টে জঙ্গিরা হঠাৎই হামলা চালায়। ঘটনায় পাঁচ জওয়ান ও এক পুলিশ আধিকারিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই- মহম্মদের শাখা কাশ্মীর টাইগার্স। এর আগে রবিবার কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গিরা গুলি চালায়। তাতে ৯ জনের মৃত্যু হয়।

৬০ ঘণ্টার মধ্যে তিনটি জঙ্গি হামলা

সবমিলিয়ে ৬০ ঘণ্টার মধ্যে পরপর তিনটি জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীর জুড়ে। তাই উপত্যকা শান্ত, সেখানে পর্যটকরা নির্ভয়ে যেতে পারেন, এই দাবি কী আদৌ করা যায়? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

উপত্যকায় ১১টি জঙ্গি হামলা

গত রবিবার রিয়াসি জেলার একটি মন্দির থেকে বাসে করে পুণ্যার্থীরা যখন ফিরছিলেন তখন বাসে হামলা চালায় জঙ্গিরা। তাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পনি এলাকার টেরিয়াথ গ্রামের কাছে একটি খাদে পড়ে যায়। তাতে ৯ জনের মৃত্যু হয়। ৩০ জনের বেশি আহত হয়েছেন। এখানেই শেষ নয়, পরিসংখ্যান বলছে, গত ৯ জুন থেকে ১১ জুন পর্যন্ত উপত্যকায় ১১টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই পাকিস্তানের যোগ রয়েছে। এরপরেও কী বলা যাবে কাশ্মীরের পরিস্থিতি শান্ত?

উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি

বিষয়টি নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানকার নিহত মানুষদের কান্না কী প্রধানমন্ত্রী শুনতে পাচ্ছেন না, এই প্রশ্ন তুলেছেন রাহুল। যথারীতি বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন কেন্দ্র। কাশ্মীর সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেই সঙ্গে জঙ্গিদের সন্ধানে উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। এই পরিস্থিতিতে একটা প্রশ্নই উঠছে, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কী এবার মুখ খুলবেন মোদী-শাহ? জঙ্গি হামলা বন্ধ করতে নতুন কোনও স্টেপ নেবে কেন্দ্র? সময়ই এর জবাব দেবে।

আরও পড়ুন-

একাধিক বিজেপি সাংসদ জোড়াফুলে! তৃণমূল নেতার টুইটে জল্পনা

রাহুল গান্ধীর খোঁচায় বড় সিদ্ধান্ত মোদীর! সোশ্যাল মিডিয়ায় কড়া নির্দেশ

এটাই বিজেপি, ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে অনামী মুখ! নয়া ইতিহাস ওড়িশায়

গুরুত্বপূর্ণ মন্ত্রক না পেয়েও ‘সাইলেন্ট’ কেন নীতীশ-নাইডু? জল্পনা তুঙ্গে

Politics: Despite Modi and Shah’s claims of peace in Kashmir post Article 370 abrogation, recent incidents tell a different story. Three militant attacks in 60 hours have raised questions about the actual situation. Are tourists truly safe in Kashmir?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *