মমতার প্রশাসনিক বৈঠকে অধীরকে আমন্ত্রণ, তুঙ্গে চর্চা

কলকাতা: এই প্রথম জেলাওয়ারী প্রশাসনি বৈঠকে তৃণমূলের বাইরে গেল বিরোধী শিবিরে গেল আমন্ত্রণপত্র৷ মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা বৈঠকে ডাক পেলেন বহরমপুর সাংসদ তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ আমন্ত্রণপত্র পেয়ে আপ্লুত আধীর৷ সংসদে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য, ‘‘কাল রাতে আমন্ত্রণ পেয়েছি৷ আমন্ত্রণ পেয়ে আমি খুশি৷ এই প্রথম আমন্ত্রণ পেলাম৷

মমতার প্রশাসনিক বৈঠকে অধীরকে আমন্ত্রণ, তুঙ্গে চর্চা

কলকাতা: এই প্রথম জেলাওয়ারী প্রশাসনি বৈঠকে তৃণমূলের বাইরে গেল বিরোধী শিবিরে গেল আমন্ত্রণপত্র৷ মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা বৈঠকে ডাক পেলেন বহরমপুর সাংসদ তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ আমন্ত্রণপত্র পেয়ে আপ্লুত আধীর৷

সংসদে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য, ‘‘কাল রাতে আমন্ত্রণ পেয়েছি৷ আমন্ত্রণ পেয়ে আমি খুশি৷ এই প্রথম আমন্ত্রণ পেলাম৷ কোনও দিনতো পাঠাননি৷ যাক, পাঠিয়েছেন, ভাল লাগল৷ কিন্তু, সংসদ চলছে৷ যাতে পারিনি৷ মুখ্যমন্ত্রীর পরিবর্তন দেখে ভালো লাগছে৷’’

এই প্রথম সংসদ হিসেবে মুর্শিদাবাদের রাজ্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ডাক পেয়েছিলেন অধীর৷ শুধু তাই নয়, বিরোধী দলের সাংসদের ওই বৈঠকে ডাকা হল বলে খবর৷ এই প্রথম রাজ্যের প্রশাসনিক বৈঠকে বিরোধীদের আমন্ত্রণপত্র যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল৷

এর আগে হাওড়া জেলার একটি প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছিলেন কংগ্রেসের বিধায়ক অসিত মিত্র৷ তারপর অবশ্য একাধিক প্রশাসনিক বৈঠক হলেও বাম-কংগ্রেস কিংবা বিজেপি কোন দলের সাংসদ-বিধায়ক আমন্ত্রণ পাননি৷ ফলে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে বিরোধী অধীরকে আমন্ত্রণ নিয়ে অন্য রাজনৈতিক সমীকরণ দেখছে ওয়াকিবহাল মহল৷ তাহলে কী বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেসকে বার্তা দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো? উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =